Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে আম্পায়ার থাকছেন যারা

the umpires in the Bangladesh-Pakistan test series
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটলবরো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট থেকে। শুক্রবার (৯ আগস্ট) আসন্ন এই সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুটি টেস্টে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো, মাইকেল গফ এবং দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। এছাড়া পাকিস্তান থেকে থাকছেন রশিদ রিয়াজ ও আসিফ ইয়াকুব। তবে অনফিল্ড এবং

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে গড়াবে প্রথম টেস্ট। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং রিচার্ড কেটলবরো। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন রশিদ রিয়াজ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

আরও পড়ুন:

» নারী টি২০ বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর নিরাপত্তা চাইল বিসিবি

» আসিফ মাহমুদকে অভিনন্দন জানাল বিসিবি ও বাফুফে 

৩০ আগস্ট করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই টেস্টে মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে রিচার্ড কেটলবরো ও আসিফ ইয়াকুব ।

বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই অনফিল্ড ও তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ররা।

ইতোমধ্যে এই সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। আগামী ১৫ বা ১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে দল ঘোষণা করবে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট