Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ব্যাটিং-বোলিং কোচ চূড়ান্ত করল বিসিবি

BCB appointed Batting and Bowling Coach
বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস (বাঁয়ে) ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। ছবি- সংগৃহীত

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে গত কয়েক মাস বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং এবং বোলিং কোচের পদ শূণ্যই ছিল। অবশেষে সেই শূণ্যস্থান পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুই বছরের জন্য বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ করেছে বিসিবি।

চুক্তির বিষয়টি আজ (মঙ্গলবার) বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি। ঘরের মাটিতে আগামী ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজের মধ্য দিয়েই কাজে লেগে পরবেন দুই নতুন কোচ।

বিবৃতিতে বিসিবির থেকে জানানো হয়, ‘গত বছরের মে মাস থেকে হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড হ্যাম্পকে পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। গত বছর টাইগারদের নিউজিল্যান্ড সফরে হ্যাম্প টাইগারদের খণ্ডকালীন ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। আর সাবেক কিউই অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে সাকিব-মুশফিকদের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। উভয় কোচই আসন্ন শ্রীলংকা সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। তাদের উভয়ের চুক্তি আগামী দুই বছরের জন্য।’

বারমুডা জাতীয় ক্রিকেট দলের হয়ে ২৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ডেভিড হ্যাম্প ইসিবির লেভেল-৪ কোচিং সম্পন্ন করেছেন। পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ইংলিশ কাউন্টিতে ১৫ হাজারের বেশি রান আছে তার। নারী ক্রিকেটে কোচ হিসেবে পাকিস্তান জাতীয় নারী দল, নারী বিগ ব্যাশে মেলবোর্ন স্টারস এবং ভিক্টোরিয়া স্টেট নারী দলের হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে এই কোচের।

অন্যদিকে বোলিং কোচের দায়িত্ব পাওয়া অ্যাডামস নিউজিল্যান্ডের জার্সিতে ৪৭ টি ম্যাচ খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার সহকারী কোচ, নিউজিল্যান্ডের বোলিং কোচ এবং নিউ সাউথ ওয়েলস ব্লু’র প্রধান বোলিং কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্বে ছিলেন সাবেক এই কিউই ক্রিকেটার।

আরও পড়ুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট