Connect with us

ক্রিকেট

জেনে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে ও কোন মাঠে

bd team world cup
বিশ্বকাপের মাঠে নামার আগে গৌয়াহাটিতে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি- বিসিবি

আগামী ৫ অক্টোবরে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপের মূলপর্ব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে এই আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠিত এই আসরে মোট ১০টি দল অংশ নেবে।

এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর ১১ টায় ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে মাঠে নামবে টাইগারা।

এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।

এক নজরে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:
১. বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৭ অক্টোবর, ধর্মশালা
২. বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধর্মশালা
৩. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর, চেন্নাই
৪. বাংলাদেশ বনাম ভারত, ১৯ অক্টোবর, পুনে
৫. বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই
৬. বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর, কলকাতা
৭. বাংলাদেশ বনাম পাকিস্তান, ৩১ অক্টোবর, কলকাতা
৮. বাংলাদেশ বনাম শ্রীলংকা, ৬ নভেম্বর, দিল্লি
৯. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ১১ নভেম্বর, পুনে

২৬ সেপ্টেম্বর ১৫ সদসের দল ঘোষণা করে বিসিবি। চোট শঙ্কা ও ফিটনেস ইস্যুতে দল থেকে বাদ পড়েন তামিম ইকবাল। এছাড়া পেসার এবাদত হোসেন চোটের কারণে আগেই বাদ পড়েন।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব (অধিনায়ক),  শান্ত (সহ-অধিনায়ক), লিটন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকু, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজ, হাসান মাহমুদ, শরিফুল, তানজিম সাকিব।

আরও পড়ুন: বিশ্বকাপ ঘিরে সাকিবের সামনে বড় রেকর্ডের হাতছানি

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/বিটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট