Connect with us
অন্যান্য

তিন ম্যাচ জিতে সেমিফাইনালের পথে বাংলাদেশ

Bangladesh is on the way to the semi-finals by winning three matches
৫৯-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ঢাকায় চলছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। ইতোমধ্যে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের পথে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বুধবার (২৯ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ৫ লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে ইন্দোনেশিয়াকে হারিয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়নরা। একাই ১৮ পয়েন্ট এনে ম্যাচসেরা হয়েছেন রেইডার মিজানুর রহমান।

ম্যাচের প্রথমার্ধেই দাপটের সঙ্গে খেলে ৩৫ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ পায় মাত্র ২ পয়েন্ট। পাশাপাশি ৩টি লোনা পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো ২টি লোনাসহ বাংলাদেশের মোট ৫৯ পয়েন্টের বিপরীতে ইন্দোনেশিয়া তুলে ১৯ পয়েন্ট।

গত রোববার (২৬ মে) ১২ দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর গত সোমবার মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে হারায় স্বাগতিকেরা। আর আজ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা তিন জয়ে সেমিফাইনালের পথে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচশেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলছি। তিন ম্যাচ জিতলেও সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখতে চাই। পুরো টুর্নামেন্ট জুড়েই এভাবে খেলা চালিয়ে যেতে চাই। আমরা স্বাগতিক দল। টানা তিনবারের চ্যাম্পিয়ন। এবারও আমরা চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

এর আগে দক্ষিণ কোরিয়া বিপক্ষে ম্যাচসেরা হওয়া রেইডার মিজানুর রহমান আসরে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হয়ে বলেন, ‘তিন ম্যাচে দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কার জিতলাম। আমার পারফরম্যান্সে খুশি আমি। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে চাই।’

আরও পড়ুন: বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক 

ক্রিফোস্পোর্টস/২৯মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য