Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে টানা ছয় হারের সামনে বাংলাদেশ?

bangladesh vs palkistan
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপ্টেন জানিয়েছিলেন, এই ম্যাচটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও প্রথম ইনিংসে সাকিব বাহিনীর ব্যাটিং দেখে টাইগার ভক্তরা তার এই কথায় সন্দেহ প্রকাশ করলেও করতে পারে।

মঙ্গলবার দুপুরে ভারতের ইডেন গার্ডেনে বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে একাদশে এক পরিবর্তন আনা বাংলাদেশ শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে। কিন্তু একাদশে পরিবর্তন আনলেও ব্যাটিংয়ের ধরনে আর পরিবর্তন আনতে পারলো না বাংলাদেশ।

শাহীন আফ্রিদি নিজের প্রথম দুই ওভারেই তানজিদ তামিম এবং নাজমুল শান্তকে সাজঘরে ফেরান। পরে হারিস রউফের বলে ৫ করে মুশফিক আউট হলে স্কোরলাইন দাড়ায় ৬ ওভার শেষে ৩ উইকেটে ২৩ রান।

চতুর্থ উইকেটে লিটন-মাহমুদুল্লাহর ৭৯ রানের জুটি ক্ষতে প্রাথমিক চিকিৎসা দিলেও তার স্থায়ী সমাধান দিয়ে যেতে পারেননি। লিটন ব্যক্তিগত ৪৫ রানে ও মাহমুদুল্লাহ আফ্রিকার বিপক্ষে শতকের পর এদিনও ৫৬ রান করে আউট হয়ে গেলে পরে অধিনায়ক সাকিবও খুব বেশি কিছু করতে পারেননি।

৬৪ বলে ৪৩ করে আউট হন বাংলাদেশ দলপতি। শেষ দিকে মেহেদী মিরাজের ৩০ বলে ২৫ রানের কল্যাণে দুই’শ পেরোয় বাংলাদেশ। ৪৫ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০৪ রানের।

এদিন পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন শাহীন আফ্রিদি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার বলতে গেলে একাই গুড়িয়ে দিয়েছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট এবং হারিস রউফ ২ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০৪/১০ (৪৫.১)
টার্গেট: ২০৫ (৫০)

আরও পড়ুন: বর্ষসেরা উঠতি ফুটবলারের পুরষ্কার জিতলেন বেলিংহাম

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট