Connect with us
ফুটবল

বর্ষসেরা উঠতি ফুটবলারের পুরষ্কার জিতলেন বেলিংহাম

Jude Bellingham
জুড বেলিংহাম। ছবি- সংগৃহিত

 

দু’দিন আগেই বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে রূপকথার জন্ম দেন জুড বেলিংহাম। নিজের প্রথম এল ক্লাসিকোতে জোড়া গোল করে জয় এনে দেন দলকে। গতকাল প্যারিসে আরো একটি রূপকথার জন্ম দিয়েছেন তিনি।

গতকাল প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি’অরের ৬৭তম অনুষ্ঠান। যেখানে অষ্টম বারের মতো সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। আর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম।
তার হাতে এই পুরস্কারটি তুলে দেন এডেন হ্যাজার্ড। এছাড়া ব্যালন ডি’অর র‍্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দল ও ডর্টমুন্ডের হয়ে খুব ভালো ফুটবল খেলছিলেন বেলিংহাম। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের নজরে আসে ২০ বছর বয়সী এই তরুণ। গত জুনেই রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গোল করে গড়ছেন নতুন নতুন কীর্তি। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১৩ টি ম্যাচ খেলে ১৩ গোল ও ৩ টি আ্যাসিস্টের দেখা পেয়েছেন তিনি।

সাধারণত ব্যালন ডি’অর পুরষ্কারটি আয়োজন করে থাকে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। আর ২০১৮ সালে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হিসেবে কোপা ট্রফি যুক্ত করা হয় এতে। আর এই পুরস্কারটি প্রথমবার জিতেন কিলিয়ান এমবাপে। আর ২০২১ ও ২০২২ সালে জিতেন বার্সেলোনার দুই ফুটবলার পেদ্রি ও গাবি।

আরও পড়ুন: অবরোধের মধ্যেও চলবে ঘরোয়া ফুটবল

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল