Connect with us
ক্রিকেট

সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস মুহূর্ত। ছবি- বিসিবি

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সিলেটে টস দিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসান শান্ত। বাংলাদেশের হয়ে আজ লাল বলের ক্রিকেটে অভিষেক হচ্ছে গতি দিয়ে সবাইকে তাক লাগানো বোলার নাহিদ রানার।

আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এদিকে নাহিদের সঙ্গে প্রেস বোলিং আক্রমণে রয়েছে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। স্পিনে ভরসা জোগাতে আছে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

টস জিতে শান্ত বলেন, ‘আমরা আগে বোলিং করব, উইকেটে কিছুটা শুষ্ক দেখা যাচ্ছে এবং কিছু সুইং ও সিম আশা করছি। আমাদের দলে নাহিদ রানা আছে, সে আজ খেলছে। গেল কয়েকটি সিরিজে আমি যেমন করছি তা ভালো লাগছে এবং ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। এটি ভিন্ন ফরম্যাট এবং আমাদের পরিকল্পনার ব্যাপারে আমাদের খুব স্পষ্ট হতে হবে।’

লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতে চাইছিলাম, কারণ আমরা তিনজন সিমার নিয়ে খেলছি। কিন্তু ব্যাটিং নিয়েও খুশি। আমি খুব সকালে পিচে কিছু ফাটল দেখেছি এবং আমি মনে করি খেলার অগ্রগতির সাথে সাথে এটি খুলবে। আমি মনে করি চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কঠিন কাজ হবে। আমরা তিনজন সিমার ও একজন স্পিনার নিয়ে খেলছি।’

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। অবশ্য এরপর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ। লঙ্কানদের পঞ্চাশ ওভারের ফরমেটে ২-১ ব্যবধানে হারিয়েছে সিরিজ। এবার টেস্ট জয়ের মিশনে মাঠে নেমেছে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ মার্চ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (সি), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাই : গোলে ভাসল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট