Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাই : গোলে ভাসল বাংলাদেশ

Bangladesh vs Palestine match
বাংলাদেশ বনাম ফিলিস্তিন ম্যাচ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে লম্বা সময় কাবরেরার অধীনে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল দল। ভালো কিছুর আশা নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছিলাম বাংলার ফুটবলাররা। অবশ্য রেঙ্কিংয়ের হিসেবে যোজন যোজন ব্যবধানেই পিছিয়ে ছিল বাংলাদেশ। শুরুতে লড়াই করলেও খাতা কলমের সেই পার্থক্য দ্রুতই উঠে আসে সামনে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কুয়েতের জাবেদ আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যুদ্ধ বিদ্ধস্ত ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের প্রথম দিকে শক্তিশালী ফিলিস্তিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। প্রথম ৪০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। তবে এর পরে যেন বদলে গেল দৃশ্যপট। লাল-সবুজরা পরাজিত হয় ৫-০ গোলের বড় ব্যবধানে।

প্রথমার্ধের লম্বা সময় প্রতিপক্ষকে কেবল আটকে রাখেনি, বরং একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল জামাল-তপুরা। তবে ম্যাচের ৪৩ মিনিটে এসে ওদে দাবাঘের গোলে ডেড লক ভাঙে স্বাগতিকরা। এরপর যোগ করার সময়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন শিহাব কামাবার। এতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফিলিস্তিন।

পিছিয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় আর্ধে নতুন আশায় বুক বেঁধে মাঠে নেমেছিল জামাল ভূঁইয়ার দল। তবে এবার আর সেরকম কিছু হয়নি। মাঠে নামার চার মিনিট বাদে শিহাব কামাবারের দ্বিতীয় গোলের আরও এগিয়ে যায় স্বাগতিক ফিলিস্তিন।

ম্যাচের ৫৩ মিনিটে ওদে দাবাঘও করেন নিজের জোড়া গোল। ততক্ষণে ম্যাচে ফেরার কোন আশা নেই বাংলাদেশের। হাড়ের ব্যবধান কমিয়ে রাখাই ছিল লাল-সবুজদের চ্যালেঞ্জ। তবে ৭৭ মিনিটে দাবাঘের হ্যাটট্রিক গোলে ৫-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করেছে ফিলিস্তিন।

এই হারে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের খেলা তিন ম্যাচের একটিতে ড্র ও দুই ম্যাচে পরাজিত হয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিন নম্বর রয়েছে লেবানন। ৬ পয়েন্ট নিয়ে ফিলিস্তিনের অবস্থান দ্বিতীয়। তিন ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯। আগামী ২৬ মার্চ ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: যেসব নতুন নিয়মে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল