Connect with us
ফুটবল

‘এমবাপ্পেকে কেনা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না’

Crifo Mabbe Ratcliff
এমবাপ্পেকে কেনা নিয়ে বিস্ফোরক বক্তব্য স্যার জিম র‍্যাটক্লিফের। ছবি- ইয়ার্ডবার্কার

বর্তমান বিশ্বের সেরা তিন জন ফুটবলারের নাম বলতে গেলে যার নাম অনায়াসেই আসবে তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তারকা ফুটবলারকে পেতে বর্তমানে হন্যে হয়ে থাকা ক্লাবের সংখ্যাও নেহায়েত কম হবে না। অথচ সেই এমবাপ্পেকে কেনাই কি না বুদ্ধিমানের কাজ হবে না? সম্প্রতি রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার অন্যতম অংশীদার স্যার জিম র‍্যাটক্লিফ।

ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ ধনী এই ব্যক্তি বলেন, রেড ডেভিলসরা ভবিষ্যতে বড় বড় তারকা ফুটবলারদের দলে ভেড়াতে আর মোটা অঙ্ক ব্যয় করবে না। এটি একটি ফাঁদ যেখানে প্রিমিয়ার লিগের দলগুলো ২০১৩ সাল থেকে আটকে আছে। সঙ্গে আগামী বছরগুলোতে ম্যান ইউনাইটেডের দল-বদলের কৌশলে পরিবর্তন আনা হবে জানিয়ে র‍্যাটক্লিফ রিয়ালকে সতর্ক করে বলেন, এমবাপ্পেকে কিনে রিয়াল হয়তো ভুল করতে যাচ্ছে!

স্কাই স্পোর্টসকে দেয়া র‌্যাটক্লিফের সাক্ষাতকার। ছবি- এক্স

র‍্যাটক্লিফ স্বপ্ন দেখে রায়ান গিগস, ডেভিড বেকহাম, পল স্কোলস ও ওয়েইন রুনিদের মত ফুটবলারদের নিয়ে ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফারগুসনের আগের গৌরবময় দিনগুলোকে পুনরুজ্জীবিত করবে। এর মাধ্যমে র‍্যাটক্লিফ প্রিমিয়ার লিগে ম্যান সিটি ও লিভারপুলের আধিপত্যও কমাতে চান। কারণ স্যার অ্যালেক্স অবসরে যাওয়ার মাত্র এক দশক পরই এই দল দু’টি তার ব্রিটিশ ফুটবলে গড়া দুর্দান্ত ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু র‍্যাটক্লিফ ক্লাবের জন্য সফলতার পথ গড়তে চান কিনতে নয়। তাই এমবাপ্পের মত তারকা খেলোয়াড়দের কাঁড়ি কাঁড়ি অর্থ দিয়ে দলে ভেড়াতে রাজি নন এই ব্রিটিশ ধনকুবের। ‘জেরান্ট থমাস সাইক্লিং ক্লাব পডকাস্ট’ এ এসে এখন পর্যন্ত ক্যারিয়ারে ৩২৭ গোল করা বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে ইউনাইটেডের মালিক বলেন, আমি বরং পরবর্তী ‘কিলিয়ান এমবাপ্পে’কে সই করানোর চেষ্টা করবো। আমি ভাগ্য নয় সফলতার পিছনে খরচ করতে বিশ্বাসী। এমবাপ্পেকে কেনা এতটাও বুদ্ধিদীপ্ত কাজ নয়’ – যোগ করেন র‍্যাটক্লিফ।

আরও পড়ুন: জাভির পর বার্সার পরবর্তী কোচ কে হচ্ছেন?

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল