Connect with us
অন্যান্য

খারাপ সময় পিছু ছাড়ছে না মেসির, উড়ে এলো আরেকটি দুঃসংবাদ

ডাকাতির শিকার হয়েছেন মেসির এক আত্নীয়। ছবি- সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। একের পর এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। দু’দিন আগেই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে এর মধ্যে আরো একটি দুঃসংবাদ পেয়েছেন মেসি।

মঙ্গলবার(২১ নভেম্বর) সকালে ডাকাতির শিকার হয়েছেন তার এক আত্নীয়। রোজারিও শহরে বসবাসরত মেসির স্ত্রীর কাজিন অগাস্তিনা স্কালিয়া দুই সহকর্মীসহ টাকা রাখার জন্য ব্যাংকে যাচ্ছিলেন। তখনই ভয়ংকর ডাকাতির কবলে পড়ে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর প্রতিবেদন অনুযায়ী, দুইজন বন্দুকদ্বারী প্রথমে তাদের গাড়ি থামায় তারপর জানালা ভেঙে টাকা পয়সা নিয়ে যায়। সেখানে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার ছিলো যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ।

অগাস্তিনার দুই সহকর্মী জানায়, তারা একটি গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে একজন নেমে গোলাগুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। তবে মেডিকেল স্টাফ জানায়, টাকা-পয়সা নিয়ে গেলেও কেউ আহত হননি।

মেসির স্ত্রী রোকুজ্জোর আরেক আত্নীয় ঘটনার কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যে সময়ে বাস করি সে সম্পর্কে সচেতন থাকতে হয়। এখানে প্রতিদিন অনেক অবিচার হয়, আমি কৃতজ্ঞ যে অল্পের জন্য বড় কোন ক্ষতি হয়নি।’

আরও পড়ুন: ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমটি/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য