Connect with us
ক্রিকেট

ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড, এক ওভারে নিলেন ৩৯ রান (ভিডিও)

crifo Samoa
এক ওভারে ৩৯ রান নিয়েছেন দারিয়ুস ভিস

ক্রিকেটে বড্ড নতুন ও পুচকে দেশ সামোয়া। ছোট দেশেরই এক সম্ভাবনাময় ও বড় তারকা দারিয়ুস ভিস। তার ব্যাটেই এসেছে অবিশ্বাস্য এক নতুন বিশ্বরেকর্ড। সামোয়ান এই ব্যাটারের কীর্তি শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এক ওভারে তিনি নিয়েছেন ৩৯ রান।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে এই রেকর্ড গড়েন দারিয়ুস ভিস। মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। বাড়তি ডেলিভারির সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।

এক ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬ বলে ৬ টি ছক্কা মারার রেকর্ড আছে ৩ জনের। কিন্তু এক ওভারে ৩৯ রানের রেকর্ড এই প্রথম। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে এই কীর্তি গড়েন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং, তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড এর এক ওভারের সবকটি বল সীমানা পার করেন। এবং এক ওভারে করেন ৩৬ রান।

আরও পড়ুন :

» পাকিস্তান টেস্টের আগে সাকিবকে নিয়ে হেড কোচের যে মন্তব্য

» সাফ মিশনের শুরুতেই সেমিফাইনালের সমীকরণে বাংলাদেশ

এরপর দীর্ঘ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডজ তারকা কাইরন পোলার্ড ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে ৬ টি ছক্কা আদায় করেন এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন।

এ ছাড়া ওভারে ৬ ছক্কা মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের। এ বছরেই এই কীর্তি গড়েন এ দুই ভারতীয় ব্যাটার। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)। কিন্তু এই ক্ষেত্রে ভাগ্যবান দারিয়ুস ভিসের, কারন ওভারে ১টি বল ডট খেলেও ৬টি ছক্কা মেরেছেন, প্রশ্ন কিভাবে?

ভিসের ওভারে নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!

ভিসেরের বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। শেষ পর্যায়ে দ্রুত উইকেট না হারালে সংগ্রহ আরো বড় হতো, শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। জবাবে ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে সামোয়া জিতেছে ১০ রানে।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট