Connect with us
ফুটবল

সাফ মিশনের শুরুতেই সেমিফাইনালের সমীকরণে বাংলাদেশ

Crifo BD SAFF
সাফ মিশনের শুরুতেই সেমিফাইনালের সমীকরণ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে এখনো মাঠে না নেমেই সেমিফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বাংলাদেশ খেলবে প্রথম ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে পরাজিত হয় শ্রীলঙ্কা। যার ফলে আজ লঙ্কানরা হারলে বাদ পড়বে টুর্নামেন্ট থেকে একই সাথে এক ম্যাচ খেলেই সেমিফাইনালের টিকিট পাবে মারুফুল হকের শিষ্যরা।

এদিকে কাঠমান্ডুতে বিরামহীন বৃষ্টির কারণে গ্রুপ পর্বের ম্যাচ গুলোর ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা ছিলো কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। সংগত কারনে তা পরিবর্তন করে নিয়ে আসা হয় আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে।

এই আসরে অংশগ্রহণ করছে মোট ছয়টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও ভুটান। গতবারের রানার্সআপ বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার।

আরও পড়ুন :

» জাতীয় দলকে বিদায় বলে দিলেন জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ান

» পাকিস্তান টেস্টের আগে সাকিবকে নিয়ে হেড কোচের যে মন্তব্য

দুই সপ্তাহের কিছু বেশি সময়ের প্রস্তুতি নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ অভিযান চ্যালেঞ্জিং তবে অসম্ভব কিছু নয়, এই ব্যাপারে অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের বিশ্বাস নিজেদের সেরাটা দিতে পারলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না। খুব কম সময়ে দলটিকে গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নেওয়া কোচ মারুফুল হক বিশ্বাস রাখছেন শিষ্যদের ওপর।

মাত্র দুইদিন নেপালে অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, টার্ফ এ মাত্র একদিনের অনুশীলন পুজি করে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ সামনে রেখে অডিওবার্তায় কোচ বলেন, ‘আমরা এখানে আসার আগেই বলেছিলাম ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে চাই, যেহেতু এই দলটি গতবার ফাইনাল খেলেছিল। গত দুই সপ্তাহ খেলোয়াড়দের মধ্যে যে আত্মত্যাগের ইচ্ছা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা ও কঠোর পরিশ্রম করার মানসিকতা দেখেছি, এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যেই আছি এবং সঠিক পথেই আছি। আজ আমাদের প্রথম ম্যাচ। আমরা ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কার খেলা দেখেছি। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে ধারণা নিয়েছি। সে অনুযায়ী গেম প্ল্যান ও কৌশল করে সেটা খেলোয়াড়দের জানিয়েছি। আমরা যেহেতু চ্যাম্পিয়ন হতে চাই, তাই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই।’

দলটির অধিনায়ক বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। তার কণ্ঠেও কিছু করে দেখানোর প্রতিশ্রুতি। তিনি ম্যাচ সম্পর্কে বলেন, আমরা ১৫ দিন দেশে খুব ভালোভাবে অনুশীলন করে এখানে এসেছি।  আমাদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাই। প্রথম ম্যাচে জিততে পারলে আমি মনে করি পঞ্চাশ ভাগ কাজ হয়ে যাবে। কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো দল। তবে আমার মনে হয় আমরা সব খেলোয়াড় যদি মাঠে শতভাগ দিয়ে খেলতে পারি, কোচের পরিকল্পনা কাজে লাগাতে পারি, আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারব।’

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল