Connect with us
ক্রিকেট

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি যেভাবে দেখা যাবে

Bangladesh vs Pakistan test match
কাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি - সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি এই দু’টি দলকে। অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে দু’দলই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টে মুখোমুখি হবে সাকিব-মুশফিকরা। এই সিরিজটি এমনিতেও দু’দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। তাই আসরে ভালো মত টিকে থাকতে দু’দলই চাইবে সিরিজ নিজেদের করে নিতে।

আগামীকাল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। বাংলাদেশের দর্শকরা দেশী দুই বেসরকারি টেলিভিশন চ্যানেলে ম্যাচ দু’টি উপভোগ করতে পারবেন। জিটিভি ও টি স্পোর্টসের পর্দায় বাংলাদেশের লড়াই দেখতে পাওয়া যাবে। এছাড়াও ম্যাচ সংক্রান্ত বিশ্লেষণ ও আলোচনা পর্বেরও ব্যবস্থা রেখেছে টিভি চ্যানেল দু’টি।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট একই সময়ে। এর মধ্য দিয়েই টাইগারদের পাকিস্তান সফরের সমাপ্তি ঘটবে। পাকিস্তান সিরিজের পর তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট