Connect with us

হকি

প্রথম ম্যাচে দারুণ সূচনা, দ্বিতীয় ম্যাচে হোচট খেল বাংলাদেশ

প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে দারুণ সূচনা করা বাংলাদেশ পরের ম্যাচেই হোচট খেয়েছে। জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে মামুনুর রশীদের দল।

আসরে ‘বি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরে যায় বাংলার যুবারা।

বৃহস্পতিবার ওমানের সালালাহতে ম্যাচের শুরুই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে তিন গোল করে এগিয়ে যায় মালয়রা।

ম্যাচের ৮ মিনিটে শফিক ইকবাল দানিয়েলের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এর ৫ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ ইকবাল সুহাইমি। পরে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করলে ম্যাচের পুরো নাটাই হাতছাড়া হয় বাংলাদেশের।

তবে ৩৭ মিনিটে বাংলাদেশ এক গোল শোধ করে পেনাল্টি কর্নার থেকে। ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ।

তবে শেষ মুহূর্তের লড়াইয়ে শামিহ ইরফান সুহাইমি হ্যাটট্রিক করে বাংলার যুবাদের বড় ব্যবধানে হারিয়ে দেয়। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে আসে বাকি দুটি গোল।

আরও পড়ুন: তাসকিনের ফেরার গল্প

শুক্রবার তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি