Connect with us
ক্রিকেট

উইলিয়ামসন বাবর নাকি শহিদী, সেমির দৌড়ে এগিয়ে কার দল?

Kane-Sahidi-Babar
কেন উইলিয়ামসন-হাশমতুল্লাহ শহিদী-বাবর আজম। ছবি- সংগৃহীত

২০২৩ ভারত বিশ্বকাপ প্রায় শেষের দিকে। এরই মধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে তিনটি দল। তবে এখনো একটি জায়গা ফাকা রয়েছে। সেই জায়গা পূর্ণ করার জন্য মুখিয়ে আছে আরো তিনটি দল। নিউজিল্যান্ড, পাকিস্তান নাকি আফগানিস্তান কোন দল পূর্ণ করবে সেই জায়গা এখন তা ই দেখার পালা।

নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান প্রতিটি দলেরই একটি করে ম্যাচ বাকি। প্রতিটি দলের সমান ৮ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে। আর সেই ম্যাচে জয় পেলে সেমির পথে অনেকটাই এগিয়ে থাকবে তারা।

সমান ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় নিউজিল্যান্ডের পরেই রয়েছে পাকিস্তান। পাকিস্তানের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সাথে। সেই ম্যাচে তাদের জয়ের পাশাপাশি আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের জয়-পরাজয়ের ওপর নির্ভর করতে হবে।

তবে ৮ পয়েন্ট হলেও নেট রান রেট ঋণাত্নক হওয়ায় এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে আফগানিস্তান। তাদের সেমিফাইনালের সমীকরণটা কিছুটা কঠিন। তাদের সেমিতে যেতে হলে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের হারের পাশাপাশি শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে বড় মার্জিনে জিততে হবে তাদের।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। সবার প্রথমেই সেমিতে জায়গা নিশ্চিত করেছে রোহিত শর্মারা। তাদের পরপরই সেমিতে জায়গা করে দক্ষিণ আফ্রিকা। আর গতকাল আফগানিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় অজিরা।

আরও পড়ুন: জয়সূচক ঝড়ো ইনিংস খেলেও সন্তুষ্ট নন ম্যাক্সওয়েল

ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমটি 

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট