Connect with us
ক্রিকেট

জয়সূচক ঝড়ো ইনিংস খেলেও সন্তুষ্ট নন ম্যাক্সওয়েল

Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এক অপরূপ রূপকথার জন্ম দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০০ রান তুলতেই যেখানে দলের ৭ উইকেট নেই সে জায়গা থেকে ডাবল সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন এই মারমুখী ব্যাটার। তবে এত ভালো ইনিংসের পরেও সন্তুষ্ট নন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল সন্তুষ্ট না হলেও বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটারদের মতে এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা ইনিংস। তাছাড়া ক্রিকেট ঈশ্বরের নামে খ্যাত শচীন টেন্ডুলকারের  মতে এটি তার দেখা সেরা ইনিংস।

তবে ম্যাক্সওয়েলের খুশি না হওয়ার পিছনে রয়েছে অন্য কারণ। ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে কিছুটা নড়বড়ে ছিলেন ম্যাক্সওয়েল। ব্যাক্তিগত ২৭ রানের মাথায় এলবিডব্লিউ’র শিকার হয়েছিলেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তিনি।

৩৩ রানের মাথায় ভুল শট খেলে ক্যাচ দিয়ে আফগান বোলারদের প্রায় উইকেট দিয়েই আসছিলেন। তবে মুজিব উর রহমান তার সহজ ক্যাচ মিস করায় জীবন পান তিনি। আর ম্যাচ শেষে এই জীবন পাওয়া নিয়ে তিনি বলেন, এই ডাবল সেঞ্চুরিটা যদি তাদেরকে কোন সুযোগ না দিয়ে হতো তাহলে আরো ভালো লাগতো। আমার ভাগ্য সহায় হওয়াতে আমি কিছু সুযোগ পেয়েছি এবং সেগুলো কাজে লাগাতে পেরেছি।

তবে এর আগেও আমি সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।

৩৩ রানে জীবন পাওয়ার পর আরো আক্রমাত্মক হয়ে ওঠেন ম্যাক্সওয়েল। পায়ের ইনজুরি নিয়েও শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি করে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি।

 

আরও পড়ুন: নতুন অধিনায়ক নিয়ে বিসিবিতে শুরু হয়েছে আলোচনা

ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট