Connect with us
ক্রিকেট

নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়?

Crifo Dravid
নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়?

ভারতীয় ক্রিকেটে অবসরের পর তারকাদের নিয়ে সিনেমা বানানোর রীতি বহু পুরোনো। বলিউডের সাথে ভারতীয় ক্রিকেটের সম্পর্কও নতুন নয় মাহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারুদ্দিনকে নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। নতুনভাবে আসছে যুবরাজ সিংয়ের বায়োপিক। এবার আলোচনায় রাহুল দ্রাবিড়!

সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে কথা বলেছেন দ্রাবিড়। সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড়ের কি বায়োপিক কি কখনও হবে?

এই প্রশ্নটাই রাহুল দ্রাবিড়কে করা হয়েছিল। আপনি কি আশা করছেন, কখনও আপনার বায়োপিক বড় পর্দায় দেখা যাবে! দ্রাবিড় এই কথা শুনে হেসে ফেললেন। তবে হবে কী হবে না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি।

এরপর রাহুল দ্রাবিড়কে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। ‘আপনার বায়োপিক হলে নাম ভূমিকায় কোন নায়ককে দেখতে চান’? এই কথার উত্তরে দ্রাবিড় যা বললেন, শুনে অবাক হয়ে যাবেন।

আরও পড়ুন:

» সাইফ-জাকেরের সেঞ্চুরিতে পাকিস্তানে বড় সংগ্রহ পেল বাংলাদেশ ‘এ’

» বন্যার্তদের জন্য মন কাঁদছে তাসকিন-মুশফিকদের

রাহুল দ্রাবিড় মজা করে বলেন, যদি টাকার অঙ্কটা ভাল হয়, তা হলে আমার বায়োপিকে আমিই না হয় অভিনয় করব! যদিও এটা হাস্যরসাত্মক উত্তর ছিল। কিন্তু বাস্তবে তিনি অভিনয় করবেন কী না তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

এবারের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে এবার দ্রাবিড়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে দ্রাবিড় বলেন, এই ট্রফি জয় গোটা দেশের মানুষ উপভোগ করেছে, এটাই আমার কাছে সেরা পাওনা। এর চেয়ে আনন্দের ‍মুহূর্ত হতে পারে না।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট