Connect with us
অন্যান্য

বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেওয়া কে এই জিনাত ফেরদৌস?

Who is Zeenat Ferdous who brought gold medal to Bangladesh?
বক্সার জিনাত ফেরদৌস। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বক্সার জিনাত ফেরদৌস স্বর্ণ পদক জিতেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার ফাইনালে ইথিওপিয়ার এক প্রতিযোগীকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন।

চীনের হাংজুতে গত বছরে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও জিনাত ফেরদৌস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। থাইল্যান্ডে আগামী মাসে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন এই নারী বক্সার।

দক্ষিণ আফ্রিকায় ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনাল জেতা এই বাংলাদেশি এশিয়ান গেমসে গত সেপ্টেম্বরে ‘বাই’ পেয়ে প্রথম রাউন্ডের বাঁধা পার করেছিলেন। কিন্তু দ্বিতীয় পর্বে গিয়ে তাকে বাদ পড়তে হয়েছিল সেবার।

নেলসন ম্যান্ডেলা কাপে তার প্রতিযোগিতার ব্যাপারে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের ভাষ্য, ‘জিনাত সেখানে বাংলাদেশের প্রতিযোগী হিসেবেই অংশ নিয়েছিলেন।’

বাঙালি এই বক্সারের বাবা-মায়ের বাড়ি ঢাকার শ্যামলীতে হলেও ছোট বেলা থেকে তিনি যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন। সেখানকার অঙ্গরাজ্য ভিত্তিক বক্সিংয়ের নিয়মিত প্রতিযোগী এই যুক্তরাষ্ট্র প্রবাসী।

প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে অংশ নিতে জিনাত ফেরদৌস সহ মোট চার জন বক্সার থাইল্যান্ডে যাবেন। তারা হলেন গত এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেন, হোসেন আলী ও আবু তালহা। এ

দের মধ্যে বক্সার সেলিম ওয়াইল্ড কার্ডের মাধ্যমে প্যারিস অলিম্পিকে খেলবেন বলে আশাবাদী বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এছাড়াও তিনি মনে করেন, জিনাতও সেখানে নিজের জায়গা করে নেবেন।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম লেবানন ম্যাচ কবে কোথায়? যা জানা গেল 

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য