Connect with us
ক্রিকেট

ক্রিকেটে কনকাশন সাবস্টিটিউট কি?

What is concussion substitute in cricket?
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্যর কনকাশন সাব হিসেবে খেলেন তানজিদ তামিম । ছবি- সংগৃহীত

সম্প্রতি ক্রিকেটের আলোচনার টেবিলে সবচেয়ে চর্চিত নাম ‘কনকাশন সাব বা সাবস্টিটিউট’। আলোচনা হওয়ার মূল কারণ ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে৷ সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোটে পড়ে বাংলাদেশের অন্তত পাঁচ ক্রিকেটার৷ তবে চোটের মাত্রা বেশি ছিল সৌম্য সরকারের৷ ফলে ম্যাচ থেকেও ছিটকে যান তিনি৷ সৌম্যের বদলি হিসেবে ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তানজিদ হাসান তামিম। এতেই চক্ষু চড়কগাছ সমর্থকদের৷

তানজিদ তামিম দলে না থেকেও কীভাবে খেলতে নামলেন! এমন দৃশ্য অদ্ভুত ঠেকেছে অনেক সমর্থকদের কাছে৷ তবে পরক্ষণেই জানা গেল সৌম্য সরকারের পরিবর্তে ব্যাটিংয়ে আসা তামিম ছিলেন কনকাশন সাব খেলোয়াড়৷

কনকাশন সাব আসলে কী? 

সোজা বাংলায় বলা যায়, বদলি খেলোয়াড়৷ মাঠের ক্রিকেটের নানা আলোচনা ও বিশ্লেষণের পর আঘাতজনিত কোনো ঘটনার ক্ষেত্রে কনকাশন সাব নামে নতুন নিয়ম  চালু করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কোনো খেলোয়াড় যদি মাঠে আঘাত পান, তাহলে ফিজিও-ডাক্তার সেই আঘাত গুরুতর মনে করলে ম্যাচ রেফারির অনুমতিক্রমে বদলি ক্রিকেটার খেলতে পারবেন৷

Concussion Sub

আঘাত পেয়েছেন একজন ক্রিকেটার। ছবি- সংগৃহীত

তবে এক্ষেত্রে অবশ্যই ব্যাটারের পরিবর্তে ব্যাটার, বোলারের পরিবর্তে বোলার এবং অলরাউন্ডারের পরিবর্তে অলরাউন্ডার অর্থাৎ বদলি ক্রিকেটার একই ধরণের হতে হবে৷ এ পুরো প্রক্রিয়াকেই সংক্ষেপে নাম দেওয়া হয়েছে কনকাশন সাব।

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে একাদশেই ছিলেন না তানজিদ হাসান তামিম। তবে ফিল্ডিংয়ের সময় সৌম্য সরকার চোট পাওয়ায় কনকাশন বদলি হিসেবে এনামুল হক জুনিয়রের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে আসেন তিনি। অর্থাৎ ওপেনারের পরিবর্তে একজন ওপেনার ব্যাট করতে আসেন।

হঠাৎ সুযোগটা দারুণভাবে কাজে লাগান তামিম৷ ব্যাট হাতে বাংলাদেশের দারুণ শুরুটাও হয় তানজিদ তামিমের ব্যাটে৷ শেষ পর্যন্ত শতক ছুঁতে না পারলেও আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৮১ বলে ৮৪ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কনকাশন সাব হিসেবে নামা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রান এখন তানজিদ হাসান তামিমের দখলে৷ তামিমের দুর্দান্ত ইনিংস ও পরবর্তীতে রিশাদের ব্যাটিং ঝড়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ৷

অবশ্য এতদিন কনকাশন সাব হিসেবে নামা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অজি ক্রিকেটার মারনাস ল্যাবুশেনের দখলে৷ গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কনকাশন সাব হিসেবে নেমে ৯৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ল্যাবুশেন৷ তবে এবার তাঁকেও টপকে গেলেন তানজিদ হাসান তামিম।

আরও পড়ুন: নারী ও পুরুষদের টেস্ট ক্রিকেটে কি কি পার্থক্য রয়েছে?

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট