Connect with us
ক্রিকেট

পাঞ্জাবকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিল বেঙ্গালুরু

IPL: Bengaluru pick up first win of tournament by beating Punjab
বেঙ্গালুরুর হয়ে ৪৯ বলে ৭৭ রান করেছেন কোহলি। ছবি- সংগৃহীত

হার দিয়ে ২০২৪ আইপিএল শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে কোহলি-ডু প্লেসিরা। পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিল দলটি।

সোমবার (২৫ মার্চ) আসরের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু-প্লেসি।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি।

পাঞ্জাবের দেয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির কল্যাণে ঝোড়ো শুরু পায় বেঙ্গালুরু। তবে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ২৬ রানের মাথায় ফিরে যান অধিনায়ক ডু-প্লেসি। এরপর এক প্রান্ত কোহলি আগলে রাখলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

দলীয়ে ১৩০ রানের মাথায় ফিরে যান কোহলিও। আউট হওয়ার আগে ৪৯ বলে ৭৭ রান করেন তিনি। একই রানে আরো একটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আরসিবি। তখন ২২ বলে ৪৭ রান প্রয়োজন ছিল তাদের। মাঠে ছিলেন দীনেশ কার্তিক ও ইমপ্যাক্ট হিসেবে নামা মহিপাল লমর।

পরবর্তী ১৮ বলে ৪৮ তুলে নিয়ে দলের প্রথম জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত কার্তিক ১০ বলে ২৮ এবং মহিপাল ৮ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা ও হারপ্রিত বার।

এদিকে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন সুবিধের হয়নি পাঞ্জাবের। দলীয় ১৭ রানেই ওপেনার জনি বেয়ারস্টোকে হারায় দলটি। এরপর প্রবসিমরান সিংকে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে বিপত্তি সামাল দেন অধিনায়ক ধাওয়ান।

ব্যক্তিগত ৪৫ রান করে ধাওয়ান আউট হয়ে গেলে স্যাম কারানের ২৩, জিতেশ শর্মার ২৭ এবং শেষদিকে শশাঙ্ক সিংয়ের ৮ বলে ২১ রানে ঝোড়ো ক্যামিওতে ভর করে ১৭৬ রানের পুজি পায় পাঞ্জাব। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:

পাঞ্জাব কিংস: ১৭৬/৬ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭৮/৬ (১৯.২ ওভার)

ফলাফল: বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী

আরও পড়ুন: সেনবাহিনীর বিশেষ ট্রেনিংয়ে ২৯ ক্রিকেটারকে পাঠাল পিসিবি

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট