Connect with us
ফুটবল

মেসির কান্নার ভাইরাল দৃশ্য নিয়ে যা বললেন কোচ স্কালোনি

Crifo Messi Injury
মেসির কান্নার দৃশ্য নিয়ে যা বললেন কোচ স্কালোনি

সদ্যই শেষ হয়েছে কোপা আমেরিকার ফাইনাল। শিরোপা জয়ের ওই ম্যাচে আহত হয়ে মাঠের বাইরে থাকা লিওনেল মেসির ক্রন্দনরত ছবি নজর কেড়েছে কোটি ভক্তদের। প্রথমার্ধে কলম্বিয়ান ফুটবলারের একটি ট্যাকেলে ডান পায়ে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার অধিনায়ক।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ফাইনালের ৬৪ মিনিটে মাঠে লুটিয়ে পড়েন মেসি। সঙ্গে সঙ্গে কোচ তাকে বদলি করে নিকো গঞ্জালেসকে মাঠে নামান। পরে সাইড বেঞ্চে বসে থাকা মেসির পায়ের ছবি দেখে বোঝা যায় অবস্থা বেশ খারাপ।

Why was Lionel Messi crying? Argentina star left emotional after subbing out of Copa America final | Sporting News Canada

কোপা আমেরিকায় আর্জেন্টিনার রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পর কোচ লিওনেল স্কালোনিও এমনটা জানান। বলেন, তার পায়ের অবস্থা বেশ খারাপ। সে কোনভাবেই আর নিতে পারছিলো না এবং কোনভাবেই দলকে ছেড়ে উঠে আসতেও চাচ্ছিলো না। এটাই বাস্তবতা। এটাই মেসি।

ফুটবলের মহাতারকা সম্পর্কে আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা বিজয়ী কোচ আরো বলেন, মানুষ সবসময় মনে করে যে, সে বিদায় না নিয়ে স্বার্থপরের মত খেলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে, সে দলকে ছাড়তে চায় না। সে দলটাকে অনুভব করে এবং বিশ্বাস করে। সে যখন থাকে না তখন দল ভোগে, এটাই বাস্তবতা।

আরও পড়ুন:

লঙ্কা লিগে তাসকিন-ফিজদের ম্যাচসহ আজকের খেলা (১৬ জুলাই ২৪)

অবশেষে শুরু হয়েছে ফাইনাল, আর্জেন্টিনা-কলম্বিয়ার শুরুর একাদশ

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল