Connect with us
ফুটবল

অবসরে গেলেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

Kylian Mbappe and Olivier Giroud
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে অলিভিয়ের জিরু। ছবি - সংগৃহীত

সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশীপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন। টুর্নামেন্ট শেষে করলেনও তাই। যদিও তার দল ফ্রান্সের আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে আগেই সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে। এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ের জিরু।

জাতীয় দলের বুট জোড়া তুলে রাখার আগ পর্যন্ত ফ্রান্সের জার্সিতে জিরু মোট ১৩৭ টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি ৫৭ গোল করে লা ব্লুজদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। দেশের হয়ে কোন গোল না পেলেও ২০১৮ বিশ্বকাপ জেতেন তিনি। তবে বিদায় বেলায় দেশের হয়ে ইউরোর শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেল এই তারকার জন্য।

আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ার্নারকে দলে নেবে না অস্ট্রেলিয়া!

এই ৩৭ বছর বয়সী স্ট্রাইকার তার অবসরের ঘোষণা জানাতে গিয়ে ইন্সটাগ্রামে লেখেন, ‘দলে আমার অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি এখন নতুন অভিযান শুরু করবে। এখন থেকে লা ব্লুজদের (ফ্রান্স) প্রথম সমর্থক হিসেবে আপনারা আমাকে পাবেন। ফ্রান্স দলের হয়ে ১৩ বছর খেলতে পেরে আমি গর্বিত। এটা আমার জীবনের সবচেয়ে পছন্দের স্মৃতি যা আমি সারা জীবন মনে রাখবো। নতুনদের জায়গা ছেড়ে দেয়ার এটাই সঠিক সময়।’

তবে বিদায় বেলাটা সেভাবে রাঙানো হলো না জিরুর। দেশের হয়ে প্রথমবারের মত ইউরো জয় থেকে দুই ধাপ দূর হতেই বিদায় নিতে হলো তাকে। ফ্রান্স দলে তার দীর্ঘ সময়ের কোচ দিদিয়ের দেশমের প্রতিও নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই স্ট্রাইকার। ২০২২ বিশ্বকাপে গোল করে ফ্রেঞ্চ দলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন জিরু।

জাতীয় দল থেকে অবসরে গেলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি। এসি মিলান থেকে ফ্রি এজেন্ট হিসেবে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের এমএলএসে পাড়ি জমিয়েছেন এই ফরাসি। সেখানকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। এর আগে ইপিএল ক্লাব আর্সেনাল ও চেলসির হয়েও খেলার অভিজ্ঞতা আছে জিরুর।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল