Connect with us
ক্রিকেট

বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন আসিফ

Faruk Ahmed and Asif
ফারুক আহমেদ ও আসিফ আকবর। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর দেশের ক্রিকেট কতৃপক্ষ পেল নতুন অভিভাবক। বিসিবিতে পাপন যুগের অবসানের পর এবার বোর্ডের হাল ধরলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অভিমানে মিরপুর ছেড়ে যাওয়া সাবেক এই প্রধান নির্বাচকের হাতেই উঠল দেশের ক্রিকেট মশাল।

ছাত্র-জনতার নতুন বাংলাদেশে যোগ্য সম্মান পেয়েছেন তিনি। তার কাধে দেশের ক্রিকেট এগুবে অনেক দূর- এমন প্রত্যাশা ক্রীড়া বিশ্লেষক থেকে সমর্থক মহলে। গতকাল (২১ আগস্ট) বিসিবি বসের চেয়ারে বসার পর থেকেই ফারুক আহমেদকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন :

» বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ?

» সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে নেপালের চমক

» রিজওয়ান-শাকিলের জোড়া শতকে বড় সংগ্রহের পথে পাকিস্তান

এবার সেই তালিকায় নাম লেখালেন, সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সাবেক এই অধিনায়ককে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনের বাইরেও যে অনেক আশা তা আসিফের বক্তব্যে ফুটে উঠেছে। নতুন সভাপতি দেশের ক্রিকেট একটা নিয়মতান্ত্রিক কাঠামোতে আনবেন বলে সবার প্রত্যাশা।

Faruk Ahmed and Asif

ফারুক আহমেদ ও আসিফ আকবর (Faruk-Asif)। ছবি- সংগৃহীত

ফারুক আহমেদকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লিখেন, আকস্মিক বন্যার জন্য মন খারাপ। তবুও আপনাকে অভিনন্দন জানাচ্ছি সদ্য নিয়োগ পাওয়া বিসিবি বস ফারুক আহমেদ ভাই। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর। যোগ্য লোক এ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা জরুরি। আপনাকে নির্বাচন করে অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ।

Faruk Ahmed and Asif

আসিফ আকবরের ফেসবুক স্ট্যাটাস। ছবি- সংগৃহীত 

আসিফ আরও লিখেন, কিশোর বয়স থেকে ক্রিকেটার ফারুক ভাইয়ের ডেডিকেশনের গল্প শুনেছি, পরবর্তীতে বড় ভাই হিসেবে আপনাকে পেয়েছি। এবার আমি নিশ্চিত ক্রিকেট পাগল জাতি আর বিবি-গোলামের বাক্সে আটকে থাকবে না। অনেক শুভকামনা রইল ফারুক ভাই। আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ভালবাসা অবিরাম।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট