Connect with us
ক্রিকেট

রিজওয়ান-শাকিলের জোড়া শতকে বড় সংগ্রহের পথে পাকিস্তান

Mohammad Rizwan and Saud Shakeel
মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ছবি - সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। আজ (২২ আগস্ট) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ব্যক্তিগত শতক তুলে নিয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। রিজওয়ান ১৩৪ রানে অপরাজিত থাকলেও শাকিল ১৪১ করে আউট হয়ে গেছেন।

গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা ৪ ঘণ্টা বিলম্বে শুরু হয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই বিপদে ফেলে দেয় টাইগার পেসাররা। দলীয় ১৬ রানেই ৩ উইকেট তুলে নেয় হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। সায়েম আইয়ুবের ব্যক্তিগত ৫৬ রান ব্যতীত আরও কোনো টপ অর্ডারই তেমন রানের দেখা পাননি। শেষ পর্যন্ত শাকিল ও রিজওয়ানের অপরাজিত ৪৪ রানের জুটিতে প্রথম দিনের খেলা শেষ হয়।

আরো পড়ুন : গভীর রাতে ভারতের বাধ খুলে দেয়ার কারণ জানতে চান রুবেল

আর আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে এসে পঞ্চম উইকেটে তারা জুটি গড়েন ২৪০ রানের। নিজেদের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন রিজওয়ান ও শাকিল। শেষ পর্যন্ত ১৪১ রানে শাকিলকে সাজঘরে ফেরান মেহেদী মিরাজ। অন্য দিকে পাকিস্তানি উইকেটরক্ষক রিজওয়ান এখনো ১৩৯ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের শুরু থেকেই বেশ দেখে শুনে খেলতে থাকে এই দুই সেঞ্চুরিয়ান। আর দিনের খেলা যত এগিয়েছে, ততই ক্ষুরধার হয়েছে দুই পাক ব্যাটারের ব্যাট। ফলে প্রথম ইনিংসে এখন বড় সংগ্রহের পথে স্বাগতিকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত চা বিরতি শেষ ব্যাট করা পাকিস্তানের সংগ্রহ ১০০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭৫ রান। রিজওয়ানের সঙ্গে এখন উইকেটে আছেন সালমান আলি আগা (১০ রান)।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট