Connect with us
ক্রিকেট

গভীর রাতে ভারতের বাধ খুলে দেয়ার কারণ জানতে চান রুবেল

রুবেল হোসেন। ছবি- সংগৃহীত

বাংলাদেশে বেশ আচমকাই ধেয়ে এসেছে দুর্যোগ। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে গেছে। তবে এখানে বন্যার মাত্রা ভয়াবহ পর্যায়ে যাওয়ার কারণ হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন পর বাধ খুলে দেয়াকে উল্লেখ করা হচ্ছে। এবার সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।

গত মঙ্গলবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়ার পর থেকে ভয়াবহ মাত্রায় অবনতি ঘটতে শুরু করেছে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি। শুরু থেকে বন্যার বিষয়ে সরব জাতীয় দলের এই সাবেক পেসার। এখন পর্যন্ত ফেসবুকে এই বিষয়ে তিনটি পোস্ট দিয়েছেন রুবেল।

আজ দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে নদী শাসনে ভারতের তৈরিকৃত বাধ খুলে দিয়ে বাংলাদেশের দিকে পানি ছেড়ে দেয়ার ছবি তুলে ধরা হয়। পাশাপাশি পোস্টির আরেক ছবিতে বন্যার পানিতে অসংখ্য ঘরবাড়ি ডুবে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এই ছবির ক্যাপশনে রুবেল হোসেন কিছু প্রশ্ন ছুড়ে দেন বন্যা পরিস্থিতি প্রসঙ্গে।

যেখানে গভীর রাতে ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবে দেওয়ার কারণ জানতে চান তিনি। রুবেল ক্যাপশনে লেখেন ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’ এর আগে গতকাল মধ্যরাতে একটি শিশুর গলা পর্যন্ত ডুবে থাকা ছবি পোস্ট করে রুবেল বলেছিলেন, ‘হে আল্লাহ তুমি রক্ষা করো।’

তার আগে গতকাল রুবেল হোসেনের আরেকটি ফেসবুক পোস্টে বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে পোস্ট করা হয়। বন্যায় আটকে যাওয়াদের বিভিন্ন সতর্কতা ও করণীয় বিষয় তুলে ধরে সেই পোস্ট করেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এই সাবেক ক্রিকেটার। রুবেল হোসেন ছাড়াও তাওহীদ হৃদয়সহ আরও অনেক ক্রিকেটার সকলকে বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তাওহীদ হৃদয়ের

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট