Connect with us
ক্রিকেট

বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তাওহীদ হৃদয়ের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হৃদয়ের। ছবি- সংগৃহীত

সরকার পতনের পর দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পথে এবার আচমকা দেখা দিয়েছে নতুন দুর্যোগ। মূলত ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে গেছে। পূর্বসতর্ক ছাড়া এমন দুর্যোগ বিপদে পড়েছে সেসব এলাকার অসংখ্য মানুষ। তাই মানবিক দিক থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তাওহীদ হৃদয়।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে এই আহ্বান জানান হৃদয়। যেখানে তিনি পানিতে গলা পর্যন্ত ডুবে থাকা এক শিশুর ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে।’

তবে বন্যা কবলিত এলাকার অসংখ্য অসহায় মানুষদের সহায়তায় সামান্য কিছু সাহায্য যথেষ্ট হবে বলে মনে করেন না তিনি। তাই নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান হৃদয়, ‘আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’

আরও পড়ুন :

» ইংলিশ ফুটবলে হামজা চৌধুরীর উত্থান যেভাবে

» বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ?

» গভীর রাতে ভারতের বাধ খুলে দেয়ার কারণ জানতে চান রুবেল

কুমিল্লাতে বন্যার চিত্র। ছবি- সংগৃহীত

তবে হৃদয় মনে করিয়ে দেন আমরা জন্ম থেকেই সংগ্রাম টিকে আছি। আরও একবার দুর্যোগ মোকাবেলায় সংগ্রাম করার কথা বলেন তিনি, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’ 

দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। মঙ্গলবার রাত থেকে পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট