Connect with us
ক্রিকেট

ফারুক আহমেদকে সময় দিলেই পরিবর্তন আসবে : হাবিবুল বাশার

Faruk Ahmed-Habibul Bashar
হাবিবুল বাশার-ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক যুগের পাপন অধ্যায়ের ইতি টেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবির সাবেক এই প্রধান নির্বাচকের অধীনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্রিকেট। এবার নতুন সভাপতিকে নিয়ে কথা বলেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। তিনি মনে করেন, বিসিবি সভাপতি হিসেবে ফারুককে সময় দিলে পরিবর্তন আসবে।

গত এক যুগ ধরে পাপনের অধীনে বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি উন্নতি হয়নি। বরং বেশ কিছু জায়গায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে পাপন পরবর্তী যুগে ফারুকের হাত ধরে সকল বাধা পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার জানান দেবে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।

আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বিসিবি সভাপতিকে নিয়ে কথা বলেছেন হাবিবুল বাশার। বাংলাদেশের এই সাবেক অধিনায়ক মনে করেন, ফারুক আহমেদ সাবেক ক্রিকেটার এবং বিসিবিতেও আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় সবকিছু জানেন। যেটা বোর্ডের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে। তিনি বলেন, ‘ফারুক ভাই ক্রিকেটের ভেতর-বাহির দুটিই জানেন। তিনি ক্রিকেট খেলেছেন এবং নির্বাচক হিসেবে কাজ করেছেন। তার অনেক কিছুই জানা রয়েছে। এটা ফারুক ভাইয়ের অনেক বড় একটা সুবিধা।’

আরও পড়ুন:

» পাকিস্তানের ইনিংস ঘোষণার পর বাংলাদেশের ভালো শুরু

» বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ?

বিসিবির সঙ্গে যারা যুক্ত আছে তারা কে কোন কাজে পারদর্শী এবং কে কোন সেক্টরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এটা বিসিবি সভাপতি ভালো করে জানেন। তাই তার অধীনে কাজ করতে সুবিধা হবে বলে মনে করেন বাশার, ‘আমরা এর আগেও একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি বেশ ভালোভাবেই জানেন আমাদের কাজের পরিধি কেমন এবং কে কীভাবে কাজ করতে পছন্দ করি। উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যে যেই কাজে পারদর্শী সেটাই করা উচিত। যা আমাদের সবার জন্যই স্বস্তির বিষয়। আমরা কে কোথায় কাজটা ভালোভাবে করতে পারি, সেটা তিনি জানেন।’

সদ্যই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক। তাই চাইলেই হুট করে দেশের ক্রিকেটে পরিবর্তন আনা সম্ভব নয়। বাশার মনে করেন তিনি সময় ও সহযোগিতা পেলেই শীঘ্রই পরিবর্তন বয়ে আনতে পারবেন, ‘ফারুক ভাই কোনো জাদুর ছড়ি নিয়ে দায়িত্বে আসেননি যে আসা মাত্রই সবকিছু পরিবর্তন হয়ে যাবে। উনাকে একটু সময় দেওয়া উচিত। আমরা উনাকে সময় দিলে এবং সহায়তা করতে পারলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে।’

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট