Connect with us
ক্রিকেট

১৭ বছর পর ভারতকে লজ্জায় ডোবালো ওয়েস্ট ইন্ডিজ

West indies win against india after 17 years
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ক্যারিবীয়দের উল্লাস (ছবি-ক্রিকইনফো)

ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে গত ১৭ বছরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছিল ভারত। তবে এই রেকর্ড ভেঙে ১৭ বছর পর ওয়েস্ট মাটিতে সিরিজ হারলো ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারলো টিম ইন্ডিয়া।

চার ম্যাচ শেষে ২-২ ব্যবধান ছিল। আর রবিবার (১৩ আগস্ট) রাতে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রডারহিলে ভারতের দেওয়া ১৬৬ রানের টার্গেট ১২ বল হাতে রেখে দুই উইকেট হারিয়ে টপকে যায় ক্যারিবিয়ানরা।

ভারতের হয়ে সূর্যকুমার যাদব ৪৫ বলে ৬১ রান করেন। তিলক ভার্মা ২৭, হার্ডিক ১৪, সঞ্জু স্যামসন ও অক্সার প্যানেল সমান ১৩ রান করে দু’অংকের ঘরে পৌঁছান। রোমারিও শেফার্ড ৩১ রানে চারটি, আকিল হোসেন ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন।

১৬৬ রান তাড়ায় ব্যবধান গড়ে দেন ব্র্যান্ডন কিং। এই ওপেনারের ৫৫ বলে হার না মানা ৮৫ রানের ঝড়ো ইনিংসে ১২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় ক্যারিবিয়ানরা। কাইল মায়ার ১০ করে ফেরার পর পুরান ৩৫ বলে ৪৭ রান করেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থাকা শাই হোপের অবদান ১৩ বলে ২২ রান।

গত মার্চে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টিতে পরপর দুই সিরিজ জিতলো উইন্ডিজ। দুর্দান্ত ব্যাটিং করা নিকোলাস পুরান সিরিজ সেরা হন।

আরও পড়ুন: ৫ ম্যাচে ৩৭ গোল দেওয়া ব্রাজিল হেরে গেল ফাইনালে

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট