Connect with us
ক্রিকেট

অবসর ভেঙে স্টোকসকে বিশ্বকাপে ফেরানোর দায়িত্ব নিলেন বাটলার

বাটলার
ইংল্যান্ড সাদা বলের অধিনায়ক জস বাটলার (বামে) ও লাল বলের অধিনায়ক বেন স্টোকস। ছবি-সংগৃহিত

আগামী মঙ্গলবার (১৫ই আগস্ট) ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে বেন স্টোকসকে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে অভিজ্ঞ ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার  হিসেবে কাজে লাগাতে চায় ইংল্যান্ড। এই লক্ষ্যে ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলারকে দিয়ে বেন স্টোকসকে অনুরোধ করাবে টিম ম্যানেজমেন্ট।

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নতুন কিছু নয়। ইংল্যান্ডের মঈন আলী তো অবসর থেকে ফিরে অ্যাসেজও খেলেছেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক সেভাবেই বেন স্টোকসকে ওয়ানডে বিশ্বকাপে ফেরাতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

চার বছর আগে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেন স্টোকস। নিজের উপর থেকে চাপ কমানোর জন্যে ১৩ মাস আগে সেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষনা দেন তিনি।

কিন্তু দলে স্টোকসের গুরুত্বের কথা মাথায় রেখে আরও এক বার তাকে মাঠে নামার দেখতে চায় বোর্ড।
ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আগে সেই স্টোকসকেই অবসর ভেঙে ফেরানো হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের মাস্টারমাইন্ড কোচ ম্যাথু মট।

তিনি জানিয়েছেন, স্টোকসকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের অধিনায়ক জস বাটলারের উপর।

লাল বলের অধিনায়ক প্রসঙ্গে কোচ ম্যাথু মট বলেন, ‘স্টোকসের সাথে যোগাযোগ করবেন জস বাটলার। আমরা স্টোকসের আগ্রহ দেখবো। আমরা এখনো তাকে নিয়ে আশাবাদী। আর আমি বার বারই বলেছি ওর বোলিং আমাদের দরকার। পাশাপাশি ব্যাট হাতে এবং ফিল্ডার হিসাবেও সে অতুলনীয়।’

আরও পড়ুনঃ সাংবাদিকদের জন্য বন্ধ মিরপুর স্টেডিয়ামের দরজা

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট