Connect with us
ক্রিকেট

সাংবাদিকদের জন্য বন্ধ মিরপুর স্টেডিয়ামের দরজা

টাইগার
হাতুরাসিংহের কড়া নজরদারিতে কঠোর পরিশ্রম করছে টাইগাররা। ছবি-সংগৃহিত

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। বৃষ্টির মধ্যেও থেমে নেই টাইগারদের অনুশীলন। হেড কোচ হাতুরাসিংহের কড়া নজরদারিতে কঠোর পরিশ্রমও করছে শিষ্যরা।

দেশের ক্রিকেটে এখন হট টপিক মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় চলে এসেছে টাইগরাদের অনুশীলনে মিডিয়া প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই চারদিন ক্যামেরাপারসনরা ও ফটোসাংবাদিক অনুশীলনের আগে ১৫ মিনিটের জন্য ভিডিও আর ছবি নিতে পারবেন।

আপাতত এই চার দিনেরই অনুশীলন শিডিউল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একয়দিন চলবে খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল ক্যাম্প। বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ।

দলের ভালো প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি। এই সময়ে নির্দিষ্ট কিছু অনুশীলন করবে বাংলাদেশ দল।

পাকিস্তানে ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট।
২৬ আগস্ট বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে উঠবে। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে । এরপর আফগানিস্তানের বিপক্ষে খেলবে লাহোরে।

আরও পড়ুনঃ সৌদি ক্লাব আল হিলালে যাচ্ছেন নেইমার?

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট