Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Under-20 World Cup argentina
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আসরে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। অথচ ভাগ্যের জোরে আসরটি খেলার সুযোগ পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা দিলো মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।

রেকর্ড ৬ বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার কোয়ালিফাই করতে পারেনি। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে এবারের বিশ্বকাপ খেলার সুযোগ পায় তারা।

আর এ সুযোগে নিজেদের জাত চিনিয়েছে আলবিসেলেস্তেরা। শুক্রবার রাতে বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার যুবারা।

এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শুরু হয় ম্যাচটি। এই জয়ে স্বাগতিকরা পয়েন্ট ৯ নিয়ে গ্রুপ সেরা হয়েছে। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উজবেকিস্তান।

এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফ্যান্টিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে আকাশীনীলরা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ৩০ মে শুরু হবে পরবর্তী রাউন্ডের ম্যাচ। এ রাউন্ডে ১ জুন বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে নামবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: হঠাৎ ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন সাফজয়ী স্বপ্না

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল