Connect with us
আজকের খেলা

উইম্বলডনে জোকোভিচের ম্যাচসহ আজকের খেলা (৭ জলাই ২৩)

উইম্বলডনে নোভাক জোকোভিচ। ছবি- গুগল

উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নিজের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের লড়াইয়ে আজ (৭ জলাই) মাঠে নামবেন নোভাক জোকোভিচ। ম্যাচে তার প্রতিপক্ষ স্ট্যান ভাভরিঙ্কা। এছাড়া ক্রিকেটে রয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের নিয়ম রক্ষার ম্যাচ।

একনজরে টিভিতে আজকের খেলা:

ক্রিকেট:
বিশ্বকাপ বাছাইপর্ব: সুপার সিক্স
শ্রীলঙ্কা–ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১টা, গাজী টিভি।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
অ্যাশেজ, তৃতীয় টেস্ট, দ্বিতীয় দিন
বিকাল ৪টা, সনি টেন-৫।

টেনিস:
উইম্বলডন
তৃতীয় রাউন্ড
বিকাল ৪টা, স্টার স্পোর্টস ২।

আরও পড়ুন: অঝোরে কেঁদে কেঁদে বিদায় নিলেন তামিম

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা