Connect with us
আজকের খেলা

সাকিব ও হৃদয়দের ম্যাচ ছাড়াও আজ টিভিতে দেখবেন নারী বিশ্বকাপের খেলা

Todays Match 07.08
লঙ্কান প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয় ও ইংল্যান্ড দলের নারী ফুটবলার (ছবি গোল ও ক্রিকইনফো)

আজ ৭ আগস্ট। বিশ্ব ক্রীড়া সূচিতে রয়েছে জমজমাট কিছু ম্যাচ। লঙ্কান প্রিমিয়ার লিগে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়রা। এছাড়া নারী বিশ্বকাপের শেষ ষোলো পর্বের শেষ দুটি ম্যাচও রয়েছে আজ।

ইংল্যান্ড মুখোমুখি হবে নাইজেরিয়ার আর অস্ট্রেলিয়া খেলবে ডেনমার্কের বিরুদ্ধে।

ফিফা উইমেন বিশ্বকাপ
ইংল্যান্ড বনাম নাইজেরিয়া
দুপুর দেড়টা, সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস

অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক
বিকাল সাড়ে ৪টা, সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস

লঙ্কা প্রিমিয়ার লিগ
কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স
বিকাল সাড়ে ৩টা, সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৩

ডাম্বুলা অরা বনাম জাফনা কিংস
রাত ৮টায় ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৩

এর মধ্য সাকিব খেলছেন গল টাইটান্সের হয়ে আর হৃদয় থেলছেন জাফনা কিংসের হয়ে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী।

আরও পড়ুন: রাতে বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা