Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে নারীদের জন্য ৪০ হাজার টিকিট ফ্রি

ভারতের স্টেডিয়ামে নারী দর্শক। ফাইল ছবি

কিছুক্ষণ আগেই মাঠে গড়িয়েছে ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসরের প্রথম ম্যাচ। আর এই ম্যাচে ৩০ থেকে ৪০ হাজার নারীরা স্টেডিয়ামে বসে ফ্রিতে খেলা দেখার সুযোগ পাচ্ছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের। আর নরেন্দ্র মোদী স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যার দর্শক ধারণা ক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার।

উদ্বোধনী এই ম্যাচে প্রায় ৩০ থেকে ৪০ হাজার নারীদের জন্য ফ্রি টিকেটের পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে এসব নারীরা ফ্রি টিকিটে গ্যালারিতে বসে ম্যাচটি দেখবেন। তাদের হাতে ফ্রি টিকিটের পাশাপাশি চা এবং লাঞ্চের কুপনও দেওয়া হয়েছে।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদেরকে এখানে খেলা দেখানোর জন্য নিয়ে আসা হয়। এতে গ্যালারি পূর্ণ হওয়ার পাশাপাশি প্রবল উৎসাহও তৈরি হয় । তবে এবার শিক্ষার্থীদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’

আজ ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। এখন ব্যাটিং করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৬/০ (ওভার ৫)।

আরও পড়ুন: মাঠে গড়াল বিশ্বকাপ: টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/বিটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট