দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রায়ই ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ শোনা যায়। এমনকি বিশ্ব ক্রিকেটেও প্রথমবার এই দেশটিতেই ঘটেছিল ম্যাচ পাতানোর ঘটনা। এবার একই অভিযোগ গ্রেফতার হয়েছেন দেশটির তিন সাবেক প্রোটিয়া ক্রিকেটার। তারা হলেন– লোনওয়াবো সোতসোবে, থামি সোলেকিলে এবং এথি এমভালাতি।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তিনটি ম্যাচ ফিক্সড করার চেষ্টা চালান এই তিন ক্রিকেটার। যদিও ম্যাচগুলো পাতানো হয়নি। তবে ফিক্সিংয়ের জন্য টাকা নিয়েছেন এবং বিভিন্ন জনকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সহযোগিতায় তদন্ত কার্য পরিচালনা করছে দেশটির পুলিশের এক শাখা ‘হক’।
ম্যাচ ফিক্সিংয়ের এই চেষ্টা হয় টুর্নামেন্টের ২০১৫-১৬ মৌসুমে। গ্রেপ্তারের পাশাপাশি এই তিন সাবেক ক্রিকেটারকে দেশটির সকল প্রকার ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে এই ঘটনার সঙ্গে আরও জড়িয়ে আছে সাবেক ক্রিকেটার গুলাম বোদি, জিন সিমস, পুমি মাতশিকউয়ি এবং আলভিরো পিটারসেনের নাম। যাদের মধ্যে আগে জেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে বোদির।
আরও পড়ুন:
» শেকড় ভুলে যাননি চেলসি তারকা, নিজ কাধে টানছেন আলু-পেঁয়াজ
» গায়ানাকে জেতাতে পারলেন না তানজিম সাকিব, পেয়েছেন উইকেট
তদন্তকারী সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনেরাল গডফ্রে লেবেয়া বলেন, ‘ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের মত ঘটনা খেলার স্বচ্ছতা নষ্ট করে। আমরা দেশের সকল পর্যায়ের খেলায় এই স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করব। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিল। তদন্তে তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে।’
এর আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দুর্নীতিবিরোধী ইউনিট ২০১৬ সালের সাবেক খেলোয়ার গুলাম বদির বিষয়ের সন্দেহজনক কিছু রিপোর্ট পায়। তারপর থেকে বিভিন্ন পর্যায়ে তদন্ত চলতে থাকে। গতকাল ২৯ নভেম্বর গ্রেফতারকৃত ৩ ক্রিকেটারকে কোর্টে তোলা হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তথ্য প্রকাশের জন্য মামলাটি মুলতবি করা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এফএএস