গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। প্রথম ম্যাচে দলের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের দুই উইকেট। হয়ে উঠেছিলেন দলের ভরসার নাম। তাই আজ রান ডিফেন্ড করতে নেমে শেষের গুরুত্বপূর্ণ ওভারে তার হাতে বল তুলে দিয়েছিলেন দলের অধিনায়ক ইমরান তাহির।
শেষ চার ওভারে যখন ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল ৪০ রান তখন বল হাতে নিজের তৃতীয় ওভার করতে আসেন তানজিম সাকিব। এসেই সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে দারুণ স্পেল শুরু করেন এই টাইগার পেসার। সেই ওভারে তিনি দেন ৯ রান। পরের ওভারে ডুয়াইন প্রিটোরিয়াস ১২ রান দিলে চাপ বাড়ে সাকিবের ওপর।
আর সেই চাপ ১৯তম ওভার এসে সামলাতে পারেননি এই তরুণ পেসার। প্রথম বলেই ছক্কা হজম করা সহ মোট ১৩ রান খরচ করেন সেই ওভারে। এতে করে ম্যাচ সেখানেই অনেকটা হেরে যায় গায়ানা। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল, যা তুলতে দুই বলের বেশি লাগেনি ভিক্টোরিয়ার।
আরও পড়ুন:
» সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
» রোনালদোর জোড়া গোল, কী বলছে চলতি বছরের পরিসংখ্যান?
এর আগে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রান ডিফেন্ড করতে নেমে প্রথম দুই ওভারে উইকেট না পেলেও ভালো বোলিং করেছিলেন তানজিম সাকিব। সব মিলিয়ে চার ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচায় ১ উইকেট পেয়েছেন এই টাইগার ক্রিকেটার।
প্রসঙ্গত, প্রথমবারের মতো বিদেশী কোন লিগে খেলার সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত ৬ দল নিয়ে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে খেলছেন তিনি। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে তার দল গায়ানা। সেই ম্যাচে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষের ২ উইকেট শিকার করেছিলেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এফএএস