Connect with us
ফুটবল

শেকড় ভুলে যাননি চেলসি তারকা, নিজ কাধে টানছেন আলু-পেঁয়াজ

নিকোলাস জ্যাকসন আলু পেঁয়াজ টানছেন। ছবি- সংগৃহীত

গত বছর চেলসিতে যোগ দিয়েছিলেন সেনেগাল ফুটবলার নিকোলাস জ্যাকসন। প্রাথমিক ভাবে দুই বছরের চুক্তি হলেও তার সক্ষমতা বিবেচনায় ২০৩৩ সাল পর্যন্ত জ্যাকসনের সঙ্গে চুক্তি বর্ধিত করেছে চেলসি। ইংলিশ গণমাধ্যম জানায়, প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘতম মেয়াদের চুক্তি। তবে বিপুল খ্যাতির পরেও নিজের শেকড় ভুলে যাননি এই তারকা ফুটবলার।

তার জন্ম আফ্রিকার দরিদ্র দেশ গাম্বিয়ায়। পরবর্তীতে তার মায়ের দেশ সেনেগালে সপরিবারে পাড়ি জমান জ্যাকসন। সেনেগালের হয়েই ফুটবল খেলেছেন এই চেলসি তারকা। তবে তার জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না। মহামারী-দুর্ভিক্ষের মাঝে টিকে থাকতে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাদের দরিদ্র অঞ্চলের পরিবারগুলোকে।

দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে ভীষণ পরিশ্রম করতে হয়েছে তাদের। সেখান থেকে ফুটবলার হয়ে ওঠা খুব একটা সহজ ব্যাপার ছিল না। এমনকি পড়ালেখা করতে চাইলেও সেই অঞ্চলে শিশু-কিশোররা কষ্ট করে খাতা কলম জোগার করতে পারত না। সেনেগালে কঠিন জীবন যাপনের সেই দিনগুলো ভুলেননি জ্যাকসন। আর তাই বারবার পাশে দাঁড়ান সেই অঞ্চলের মানুষদের।

গত সেপ্টেম্বরে সেনেগালের জিগুইঞ্চর এবং গাম্বিয়ার বানজুলের অসহায় মানুষের জন্য খাবার এবং পণ্যসামগ্রী পাঠাতে দেখা যায় তাকে। যেখানে ছিল চাল, আলু, পেঁয়াজ, চিনি, স্থানীয় বাচ্চাদের জন্য কলম এবং বই। সম্প্রতি সেই সময়ের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নিজ কাঁধে গুদাম থেকে ট্রাকে পণ্য সামগ্রী লোড করছেন জ্যাকসন নিজেই।

আরও পড়ুন:

» গায়ানাকে জেতাতে পারলেন না তানজিম সাকিব, পেয়েছেন উইকেট

» নাম, জন্মদিন, জন্মস্থান– সবই এক! ক্রিকেট বিশ্বে অবাক করা ঘটনা

এর আগে একবার সাবেক ক্লাব ভিয়ারিয়ালের সতীর্থদের কাছ থেকে পুরনো বুট এবং ফুটবল সামগ্রী সংগ্রহ করে সেনেগালের শিশু-কিশোরদের জন্য পাঠিয়েছিলেন তিনা। এছাড়াও অর্থসাহায্য পাঠাতে দেখা যায় জ্যাকসনকে। তার বিভিন্ন পরিচিত এবং স্বজনদের থেকে জানা যায়, তিনি নিজের শেকড়কে ভোলেননি এবং সেই অঞ্চলের মানুষদের পাশে থাকতে চেষ্টা করেন সব সময়।

বর্তমানে চেলসিতে ১৫ নম্বর জার্সি পড়ে খেলছেন জ্যাকসন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২৪ গোল করেছেন তিনি। এতে করে ক্লাবের কিংবদন্তি ফুটবলার তিনি দ্রগবাকে টপকে গেছেন তিনি। এই ফুটবলারও খেলতেন জ্যাকসনের মতো ১৫ নম্বর জার্সি পরে। তাই অনেকে দ্রগবার সঙ্গে তুলনা করেন তার। তবে বিষয়টি মানতে নারাজ জ্যাকসন।

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল