Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপ বাংলাদেশে, সংস্কার হচ্ছে দুইটি ভেন্যু

Crifo women world cup 24
এ বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে। ছবি- ডেইলি ক্রিকেট

বিশ্ব ক্রিকেট সূচিতে এ বছর বেশ ব্যস্ততা রয়েছে। মাঠে গড়াবে আইসিসির দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও। পুরুষ দলের পাশাপাশি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও বসবে এ বছর। এর মধ্যে ছেলেদের বিশ্বকাপ বসবে ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএতে। আর নারী দলের আসর হবে বাংলাদেশে।

আগামী জুনে ছেলেদের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আর সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে বাংলাদেশে। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দারুণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি- ফ্লিকার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি এখনো ৮ মাস। এর আগেই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে চট্টগ্রাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। দুটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। টুর্নামেন্ট আয়োজনের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপির মাঠে।

বিশ্বকাপ শুরুর আগে মিরপুর ও সিলেটের দুটি ভেন্যুই সংস্কার করা হবে বলে জানা গেছে। ১০ দলের বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও ম্যাচ রাখার পরিকল্পনা রয়েছে।

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি- ঢাকা ট্রিবিউন

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি- ঢাকা ট্রিবিউন

এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে এই দুই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশের অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ মার্চ।

আরও পড়ুন: প্রধান নির্বাচকের পদে লিপুকে দেখে অবাক সুজন

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট