Connect with us
ক্রিকেট

এবার ভারতকে হারানোর স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস

বিশ্বকাপে এখন প্রতিটি দলের বাকি রয়েছে একটি করে ম্যাচ। শেষ ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। যারা এখন পর্যন্ত চলতি আসরে অপরাজেয়। অপরদিকে মাত্র দুই ম্যাচ জিতে নেদারল্যান্ডস রয়েছে টেবিলের তলানিতে। তাই শেষ ম্যাচে ভালো কিছু করে নিজেদের অবস্থানের কিছুটা উন্নতি করাই হবে ডাচদের লক্ষ্য।

গেল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করে নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে ১২ই নভেম্বর বেঙ্গালুরুতে তারা মুখোমুখি হবে বিশ্বকাপে উড়তে থাকা ভারতের। ম্যাচে সব দিক থেকেই এগিয়ে থাকবে আসরের মোস্ট ফেভারিট ভারত।

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে আসা ডাচরা এখন তাকিয়ে থাকবে শেষ ম্যাচে ভালো কিছু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার দিকে। সেজন্য ভারতের বিপক্ষে পেতে হবে বড় ব্যবধানের জয়। যা বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি দেখে অসম্ভবই মনে হচ্ছে।

তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর ডাচদের ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় তেজা নিদামানুরুর বলেন, ‌’ক্রিকেটে সবকিছুই সম্ভব। তাই আমাদের ভারতের বিপক্ষে জেতাটাও অসম্ভব নয়।’

তবে বাস্তবতা মাথায় রেখে বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা ভারতের প্রশংসা করে আরও বলেন, ‘তারা এ টুর্নামেন্টের সেরা দল। টেবিলের এক নম্বরে অবস্থান করছে। আমরা খুবই উজ্জীবিত তাদের বিপক্ষে খেলা নিয়ে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে জয় পাওয়া নিজেদের দলের সামর্থ্য নিয়ে এ ব্যাটার বলেন, ‘আমরা আমদের ব্রান্ড অব ক্রিকেটটা খেলব। আমাদের স্পিন ভালো খেলে এমন ক্রিকেটার আছে আবার উইকেট নিতে পারে বোলিংয়ে এমন ক্রিকেটারও আছে। তারা অবশ্যই শক্তিশালী দল, তবে যেকোনো কিছুই ঘটতে পারে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ডাচদের সাফল্য ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে জয়। তবে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে আসলেও দলটি তা পূরণ করতে পারেনি। তাই হতাশ হয়ে তেজা বলেন, ‘অবশ্যই শেষে অবস্থান করাটা খুব হতাশাজনক । আমাদের লক্ষ্যই ছিল সেমিফাইনাল খেলা। তবে, আমরা আমাদের নিয়ে গর্ব করি।’

আরও পড়ুন: টানা চার জয়ে নকআউট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৩/এসএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট