Connect with us
ফুটবল

টানা চার জয়ে নকআউট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ জয়ে শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। মাদ্রিদের হয়ে এই ম্যাচে গোল করে ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম দিয়াস ও রদ্রিগো।

বুধবার (৮ নভেম্বর) মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ব্রাগার মুখোমুখি হয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শুরু শুরু থেকে আক্রমাত্মক খেলতে থাকে মাদ্রিদ। তবে লুকাসের ভুলে ম্যাচের মাত্র ৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ব্রাগা। কিন্তু আলভেরো সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে শুরুতেই আর এগিয়ে যাওয়া হয়নি অতিথিদের।

ম্যাচের ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ব্রাহিম দিয়াস। রদ্রিগোর পাস থেকে বল জালে জড়ান এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যাচের ১২ মিনিটেও করেছিলেন একটি গোল যেটি কাঁটা পড়েছিল অফসাইডে।

প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয় আর্ধে লিড দ্বিগুণ করেন ভিনেসিয়াস জুনিয়র। ম্যাচের ৫৮ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে গেলে ডান পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

মিনিট তিনেক বাদেই ফের পেনাল্টি এরিয়ার মধ্যে ফাঁকায় বল পেয়ে যান রদ্রিগো। কোন ভুল না করে আলতো ছোঁয়ায় গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এতে করে চ্যাম্পিয়ন্স লিগে টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘সি’ এর শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ ক্লাবটি। এক জয় ও তিন হার নিয়ে টেবিলের তিনে আছে ব্রাগা।

আরও পড়ুন: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেস্তে দিচ্ছে ইংল্যান্ড?

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৩/এসএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল