Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের কোচ

The US coach blamed the media for Bangladesh's failure
শান্তদের ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন সাবেক এই টাইগার কোচ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ আসলে বাংলাদেশি দর্শক এবং গণমাধ্যমের বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মেতে উঠে। টাইগারদের নিয়ে তাদের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। তবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও প্রত্যেকবার আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের এমন ব্যর্থতার কারণ হিসেবে বাংলাদেশি সাবেক কোচ স্টুয়ার্ট ল দায়ী করেছেন বাংলাদেশের গণমাধ্যমকে।

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ছিলেন স্টুয়ার্ট ল। তাই শান্তদের সমস্যাগুলো সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি। টাইগারদের বারবার লজ্জাজনক হারার কারণ হিসেবে বাংলাদেশি গণমাধ্যমকে দোষারোপ করছেন এই অজি কোচ।

শনিবার (২৫ মে) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১০ উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের সংবাদ সম্মেলনে আসেন স্টুয়ার্ট ল। দুঃস্বপ্নের মত এমন একটা সিরিজ কাটানোর পর বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্ন করা হয় এই সাবেক কোচকে।

এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে স্টুয়ার্ট ল বলেন, ‘বাংলাদেশ সত্যিই দারুণ দল। আপনারা (গণমাধ্যম) প্লেয়ারদের অনেক চাপে রাখেন। আমি এই বিষয়টার সম্পর্কে ভালোই জানি (হাসি)। তাদের দলে ভালো ক্রিকেটার আছে, ভালো ক্রিকেট শট খেলার মতো । ওপেনিংয়ে যারা খেললো তারা দারুণ কিছু শট খেলেছে। কিছু বোলারও দুর্দান্ত বল করেছে। তাদের দারুণ গতি আছে । আর বাংলাদেশের স্পিন সবসময়ই শক্তির জায়গা। তাদের চমৎকার একটি দল আছে।’

যুক্তরাষ্ট্র এই সিরিজে বাংলাদেশের খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে বলে মনে করেন ল। তিনি বলেন, ‘বাংলাদেশ আসলে এখানে একটা বিষয়ে বেশ ভালো করেছে। প্রত্যেক ম্যাচেই শিখেছে তারা। তারা আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে এসেছে প্রতি ম্যাচে।’

এছাড়াও হাসান মাহমুদের সম্পর্কে এই কোচ বলেন, ‘বাংলাদেশ হাসান মাহমুদকে খেলিয়েছে শেষ ম্যাচে। যে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেনি। তার বলে দারুণ গতি রয়েছে। তার গতি কাজে লাগাতে চেষ্টা করেছে সে।’

প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেটের বিষয়ে তিনি বলেন, ‘এই পিচ হালকা ধীরগতির। প্রথম ওভারেই এসে মুস্তাফিজ কাটার করেছে। ভালো ফলাফলও পেয়েছে। তানজিম (হাসান) সাকিবও গতিকে কাজে লাগানোর চেষ্টা করেছে । তবে এই উইকেটে গতি কাজে লাগানো সহজ নয়। এখানে প্রয়োজন নেই এটি। হয়ত এটি করা যেতে পারে অন্য উইকেটে । এই উইকেটে যারা ধীরে বল করেছে তারাই সফল হয়েছে।’

টাইগার বোলারদের প্রশংসা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, ‘এখনও বিশ্বের অন্যতম সেরা বোলার সাকিব আল হাসান। সে দুর্দান্ত বল করেছে। লেগ স্পিনার যে (রিশাদ হোসেন) সে ভালো বল করেছে। আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের বেশি ভরসা করি না। বেশিরভাগ বাঁহাতি স্পিনার তৈরি হয় বাংলাদেশে। তবে লম্বা ছেলেটি (রিশাদ) দুর্দান্ত করেছে।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল: দেশবাসীকে সতর্ক করে যে বার্তা দিলেন তামিম 

ক্রিফোস্পোর্টস/২৬মে২৪/এইচআই/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট