Connect with us
ক্রিকেট

ঘূর্ণিঝড় রেমাল: দেশবাসীকে সতর্ক করে যে বার্তা দিলেন তামিম

Cyclone Remal: Tamim's message to warn everyone
ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্কতা বার্তা দিলেন তামিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের দিকে প্রবল বেগে বয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতোমধ্যে উপকূলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে এই ঝড়। দেশের এমন দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে সতর্ক করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করেন এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন তামিম।

তিনি লেখেন, ‘প্রবল বেগে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আমাদের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল এই ঝড়। আজ সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়।

উপকূলীয় এলাকায় এখনও যারা নিরাপদ স্থানে যাননি, তারা দয়া করে দ্রুত ব্যবস্থা নিন। সবাই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের শঙ্কাও আছে। তাই উপকূলীয় এলাকাগুলো থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সবাই দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ সবার সহায় হোন।’

রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানি বেড়ে সুন্দরবনসহ পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনায় তীব্র পানির চাপে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

আবহাওয়া অফিস থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দর এবং উপকূলীয় অঞ্চলের খুলনা, বাগেরহাটে, পটুয়াখালী, বরগুনাসহ কয়েকটি জেলাকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে যে রেকর্ডে শীর্ষে রিশাদ 

ক্রিফোস্পোর্টস/২৬মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট