Connect with us
ফুটবল

অবসরে যাচ্ছেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

Olivier Giroud To Retire From International Football After Euro 2024
২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন জিরুদ। ছবি- সংগৃহীত

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ ইউরোর পর জাতীয় দলের বুট জোড়া তুলে রাখবেন এই তারকা স্ট্রাইকার। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জিরুদ নিজেই এমন তথ্য জানিয়েছেন।

মূলত জাতীয় দলে তরুণদের আরও সুযোগ বাড়াতেই এসি মিলান স্ট্রাইকারের এই সিদ্ধান্ত। অবশ্য ২০২৪ ইউরো দিয়ে জাতীয় দল থেকে অবসরে যাওয়ার কথা জিরু্দ গত বছরই জানিয়ে রেখেছিলেন।

লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে এই ফরাসি বলেন, ‘ফ্রান্সের জার্সিতে ইউরো টুর্নামেন্টে আমি শেষ বারের মত খেলতে নামবো। জাতীয় দলকে ভীষণ মিস করতে যাচ্ছি। তরুণদের জায়গা করে দেওয়ার এটিই সঠিক সময়।’

জাতীয় দল থেকে বিদায় নিলেও আরও কয়েক বছর ক্লাব ফুটবলে থাকার ইচ্ছা জিরুদের। তবে চলতি মৌসুম শেষেই ইউরোপীয় প্রতিযোগিতা থেকেও ইতি টানতে যাচ্ছেন এই স্ট্রাইকার।

আগামীকাল শনিবার (২৫ মে) এসি মিলানের হয়ে সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে সেরিআ অধ্যায় শেষ করবেন তিনি। কেননা পরের মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব লস এঞ্জেলেসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। ইতোমধ্যেই এমএলএসের দলটির সঙ্গে দেড় বছরের চুক্তি সম্পন্ন করেছেন ৩৭ বছর বয়সী ফরাসি।

অলিভিয়ের জিরুদ ফ্রান্সের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩১ ম্যাচে মোট ৫৭ গোল করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্টে গোল সংখ্যা তাই আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই স্ট্রাইকার।

তিনি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন যদিও পুরো টুর্নামেন্টে খেলেও সেবার কোনো গোলের দেখা পাননি। ফলে এ নিয়ে অনেক হাসি-ঠাট্টারও সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে ৪ গোল করে অবদান রেখেছিলেন।

ক্লাব ফুটবলে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ছাড়াও দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসির হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফরাসির।

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখতে মুখিয়ে আছি: আফ্রিদি 

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল