Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

কবে মাঠে দেখা যাবে নেইমারকে, জানালেন আল হিলাল কোচ

crifo Neymar injury
গত বছরের অক্টোবর থেকে এখনো মাঠে নামা হয়নি নেইমারের

হতে পারতেন ফুটবলের রাজপুত্র. কিন্তু বারবার তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরির থাবা। ইনজুরি আর নেইমার যেন একে অপরের ঘনিষ্ঠ সঙ্গী। মাঠে নামলেই কোনো না কোনো ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান এই ফুটবলার। গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন আল হেলালের এই ফরওয়ার্ড। পুরো মৌসুমে আল হিলালের হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন নেইমার। তবে কবে থেকে নেইমারকে মাঠে দেখা যেতে পারে সেটা জানালেন আল হিলালের কোচ।

ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকাতেও হলুদ জার্সি গায়ে দেখা যাবে না নেইমারকে। তাকে ছাড়াই কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার যে ইনজুরিতে পড়েছে তা সেরে উঠতে অনেক সময় লাগবে। ফলে আগামী মৌসুমের সৌদি প্রো লিগের শুরুতে হয়তো আল হিলালের শিবিরে যোগ দিতে পারবেন না তিনি ।

নেইমারকে ছাড়াই এবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। আজ বৃহস্পতিবার (২৩ মে) আল তাই-এর বিপক্ষে মাঠে নামবে আল হিলাল। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ মাধ্যমে আল হিলাল কোচ জর্জ জেসুস কথা বলেছেন নেইমারের ফেরা নিয়ে।

আল হেলালের এই কোচ জানান, ‘আমি যতটুকু জানি, নেইমারকে পুরোপুরি সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং ১০-১১ মাস সময় লাগে এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে। আমরা যদি সেভাবে হিসাব করি, তাহলে প্রাক্‌–মৌসুমের প্রস্তুতি থেকেও পাওয়া যাবে না তাকে।’

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় নেইমারের অপারেশন করা হয়। এই বিষয়ে ব্রাজিল দলের চিকিৎসক জানান, কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। চিকিৎসকের কথাই সত্য প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: ইতিহাসগড়া লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন আটালান্টা

ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি