Connect with us
ক্রিকেট

সাইফউদ্দীনের ঘর আলো করে ঈদের দিন এলো রাজকন্যা

Crifo Saifuddin
সাইফউদ্দীনের ঘর আলো করে ঈদের দিন এলো রাজকন্যা

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঈদের সকালে নেপালকে হারিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওই ম্যাচে জিতে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হাসান শান্তরা। কিন্তু ওই দলে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন। তার থাকা-না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা যখন হচ্ছে, তখন নিজে থেকেই দিয়েছেন একটি সুসংবাদ। ঈদের দিন তার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।

সোমবার (১৭ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে নিজের কন্যা সন্তান জন্মের তথ্য নিশ্চিত করেছেন সাইফউদ্দীন।

তিনি কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে সবাই দোয়া করবেন।’ কন্যার জন্য দোয়াও চেয়েছেন এই পেস অলরাউন্ডার।

এর আগে জিম্বাবুয়ে সিরিজে বেশ ভালো ফর্ম করেন সাইফউদ্দীন। সবাই ভেবেছিল সাইফউদ্দীন বিশ্বকাপ দলে ডাক পাবেন। কিন্তু পাননি। পরে টাইগার্স স্কোয়াডে ২১ সদস্যের দলে ডাক পেলেও নাম প্রত্যাহার করে নেন। পারিবারিক কারণ দেখিয়ে ছিলেন না অনুশীলনে। এরপরই তার স্ত্রী জন্ম দিলেন এই কন্যা সন্তান।

গত বছরের ১ মার্চ সাইফউদ্দীনের বিয়ের জমকালো হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে ২ মার্চ বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।সাইফুদ্দিন গাঁটছড়া বেঁধেছেন তার পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে।

আরও পড়ুন: ‘কৃপণ’ বোলিংয়ে ফার্গুসনের বিশ্বরেকর্ড

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট