Connect with us
ক্রিকেট

বোর্ডের সিস্টেম পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ নয়া সভাপতি

ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতির দায়িত্ব পালনের পর এবার সেই পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির বিশেষ সভা থেকে এসেছে এই সিদ্ধান্ত। সেখানেই নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে।

গতকাল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ দিয়েছেন ক্রিকেটের কলুষিত সব সিস্টেম পরিবর্তন করে দেওয়া। এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক ছিলেন ফারুক। সব শেষ ২০১৬ সালে নীতি ও দায়িত্ববোধের প্রশ্নে কোনো প্রকার আপস না করে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তাই এবার ফারুক আহমেদ সুযোগ পেয়ে পরিবেশ ও সিস্টেমে বদল আনতে চান বিসিবির।

ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হওয়ার পর বিসিবিতে লম্বা সংবাদ সম্মেলন করেন এই কর্মকর্তা। সেখানে তিনি প্রতিজ্ঞা করেন তার দায়িত্বকালীন সময়ে বিসিবিকে একটি সুন্দর কাঠামোতে দাঁড় করানোর, ‘আমাদের দায়িত্ব হবে সিস্টেমকে পুনর্গঠন করা। অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের বাইরের চাপ থাকে। এবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটা সম্ভব সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।’

ফারুক আহমেদ বলেন, ‘আমি কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেই পদত্যাগ নিয়েছিলাম। সিস্টেম সংস্কারে আমার অগ্রাধিকার থাকবে।’ সিস্টেম সংস্কার করতে বিসিবির গঠনতন্ত্র সংশোধন করতে চান ফারুক। যে গঠনতন্ত্রের মাধ্যমে বোর্ড নির্বাচন হয় সেই বিষয়ে চিন্তা করতে চান। সামনের বছর নির্বাচনের আগে গঠনতন্ত্রে একটু হাত দেয়ার কথা জানান। যাতে সত্যি যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তারা এগিয়ে আসতে পারে।

ক্রিকেটের উন্নয়নের প্রয়োজনে সকলকে নিয়ে কাজ করতে চান। তবে নিজ স্বার্থ হাসিলে যারা মনোযোগী তাদের জায়গা হবে না বলেও জানান ফারুক, ‘আমাদের দেশে- আপনারা, আমরা, খেলোয়াড়েরা, আমাদের দর্শক যাঁরা আছেন, তাঁরা এতটা ক্রিকেটপাগল; এখানে অনেক কিছু ঢুকে যায়। আমাদের ক্রিকেট বোর্ড খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায়, যখন সবাই এটার অংশ হতে চায়। অবশ্যই যাদের প্রয়োজন হবে, সঙ্গে নেব। তবে এখানে অগ্রাধিকার থাকবে ক্রিকেটের উন্নতির।’

আরও পড়ুন: সেপ্টেম্বরে ভুটান সফরে যাবে বাংলাদেশ ফুটবল দল

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট