Connect with us
ক্রিকেট

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে হোল্ডারের উন্নতি, আগের অবস্থানেই সাকিব

Jason Holder-Shakob Al Hasan
জেসন হোল্ডার-সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে শীর্ষ পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে উন্নতির মুখ দেখেছেন এই অলরাউন্ডার।

আইসিসির সদ্য হালানাগাদ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন হোল্ডার। তার রেটিং পয়েন্ট ২৭০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ৬০ গড়ে ১২১ রান এবং বল হাতে ২টি উইকেট শিকার করেছেন তিনি।

এদিকে শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। বরাবরেই মতোই শীর্ষে রয়েছেন ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪৪৪। দুইয়ে রয়েছেন আরেক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, যার রেটিং পয়েন্ট ৩২২।

আরও পড়ুন:

» ইউটিউব চ্যানেল খুলেই নতুন রেকর্ড গড়লেন রোনালদো

» জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কেমন হবে, জানালেন বিসিবি সভাপতি 

তিনে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩১০। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে খেলছেন তিনি। এই সিরিজ দিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে এই তারকার।

২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছেন ইংলিশ তারকা জো রুট। তবে অক্ষর প্যাটেল ও বেন স্টোকস এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ছয় ও সাত নম্বরে অবস্থান করছেন। এছাড়া বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের অবস্থানও অপরিবর্তিত। ২১৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট