Connect with us
ফুটবল

মাঠে মেসির সঙ্গে ধাক্কাধাক্কির মূল কারণ জানা গেল

ফুটবলের লড়াইয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ের শত্রুতার ইতিহাস অনেক পুরোনো। এ দুই দল মাঠে নামলে আলাদা উত্তেজনা ছড়াবেই। ফুটবলের বাইরেও শারীরিক শক্তির পরীক্ষাও নেয় কেউ কেউ। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরের ম্যাচেও দেখা গেছে এমন চিত্র। এমনকি মেসি তো একজনের গলা চেপেও ধরেছেন।

ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। পরে মেসি নিজেও মেজাজ হারিয়েছেন। ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন। আর এই ঘটনায় খানিকটা বিরক্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত হয়ে মেসি বলেছেন, কিভাবে সম্মান দিতে হয়, সেটা তাদের আরো শিখতে হবে। কিন্তু কি হয়েছিল তখন? জানা গেছে, ম্যাচের ১৯ মিনিটে একটি ফাউলের ঘটনায় মেজাজ হারায় দুই পক্ষই। জড়িয়ে পড়ে ধাক্কাধাক্কিতে।

উরুগুয়ের ম্যানুয়েল উগারতের সঙ্গে ঝগড়া শুরু করেন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। হঠাৎ অশ্লীল অঙ্গভঙ্গি করেন উগারতে। আর তখন দ্রুতই দুদলের খেলোয়াড় চলে এলে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

২১ মিনিটের দিকে মেসিকে বক্সের একটু বাইরে পেছন থেকে ফাউল করেন উগারতে। এ নিয়েও শুরু হয় উত্তেজনা। পরে মেসি বলেন, এই ঘটনা নিয়ে যা ভেবেছি, তা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কিভাবে সম্মান দিতে হয়, সেটা বড়দের থেকে এই তরুণদের শিখতে হবে।

এদিন ৩৬০ দিন ও ১৪ ম্যাচ পর হার দেখলো আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির কাছে হারের পর আর হারেনি মেসিরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এখনও শীর্ষে আর্জেন্টিনা।

আরও পড়ুন: ৩৬০ দিন পর হারের স্বাদ পেলো আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল