Connect with us
ফুটবল

৩৬০ দিন পর হারের স্বাদ পেলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছ হেরেছিল মেসিরা। যে হারে জেগেছিল বিদায়ের শঙ্কা। কিন্তু সেই শঙ্কা উড়িয়ে শিরোপা জয় দিয়ে আসর শেষ করেছিল মেসিরা। আর সৌদির বিরুদ্ধে সেই হারের পর পেরিয়েছে প্রায় এ বছর। ৩৬০ দিন পর আবারও হারের স্বাদ পেলো লা আলবেসিলেস্তারা।

প্রায় এক বছর ছিল অপরাজিত থাকা মেসিরা আজ ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে উড়ে গেল। শুক্রবার (১৭ নভেম্বর) বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও উরুগুয়ে। ঘরের মাঠে সুয়ারেজদের বিপক্ষে ২-০ গোলের হতাশাজনক পরাজয় বরণ করে স্কালোনির শিষ্যরা।

এদিন উরুগুয়ের হয়ে গোল করে রোনাল্ড আরাউজো ও ডারউইন নুনেজ।ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের চাপে রাখে উরুগুয়ে। আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ৪১ মিনিট সময়ে বক্সের বা দিক থেকে মাতিয়াস ভিনার ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোনাল্ড আরাউজো। এরপর প্রথমার্ধে আর গোলের সুযোগ পায়নি দুদল।

১-০ গোলের ব্যবধান নিয়ে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয় গোল করতে মরিয়া হয়ে থাকা আর্জেন্টিনাকে বারবার রুখে দেয় উরুগুয়ের ডিফেন্স লাইন। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিং করতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা।

উল্টো ম্যাচের ৮৭ মিনিটে নুনেজের গোল থেকে ব্যবধান বাড়ায় উরুগুয়ে। বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। এতে করে ২-০ গোলের জয় নিয়ে ফিরছে অতিথিরা।

এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচ খেলে বিশ্বকাপ বাছাই পর্বে ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। অপরদিকে সমান ম্যাচে ৪ জয়ে ১২ নিয়ে টেবিলের শীর্ষে এখনো আর্জেন্টিনা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সাথে পারলো না জামাল ভূঁইয়ারা

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল