Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ে ঘাম ঝরানো অনুশীলন করলেন লিটন-মিরাজরা

Bangladesh Team practicing in Chennai
চেন্নাইয়ে প্রথম দিনের মতো অনুশীলন করেছেন টাইগাররা। ছবি- সংগৃহীত

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে গতকাল (১৫ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাঠে গড়াবে চেন্নাই টেস্ট।

আজ সোমবার প্রথম দিনের মতো চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে শান্তবাহিনীকে।

নেটে ব্যাটিং-বোলিং দুটোই অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও অনুশীলন করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাশ। এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলামরাও নেটে ব্যস্ত সময় পার করেছেন।

আরও পড়ুন:

» আইসিসি থেকে একসঙ্গে দুটি সুখবর পেল টিম শ্রীলঙ্কা

» যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচসেরা হলেন সাইফউদ্দিন 

চেন্নাইয়ের সেন্টার উইকেটে বল হাতে গতির ঝড় তুলেন পেসার নাহিদ রানা। এছাড়া তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদরাও বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

চেন্নাইয়ের উইকেটে বল হাতে বেশ সুবিধা পাবেন স্পিনাররা। গুঞ্জন রয়েছে, বাংলাদেশের বিপক্ষে তিন স্পিনার নিয়ে খেলবে ভারত। তাই অনুশীলনে বাংলাদেশের স্পিনারদেরকেও বেশ মনোযোগী দেখা গেছে। তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ, নাঈম হাসানদের পাশাপাশি মাহমুদুল হাসান জয়কেও বোলিং অনুশীলন করতে দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট